জনাব জমির মিয়া বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করার জন্য তার মামার নিকট থেকে কিছু টাকা এবং তাঁর গ্রামের ভুট্টা বেপারীর নিকট থেকে বাকি টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু তাঁর বন্ধু শরীফ হোসেন ভুট্টা চাষ করার জন্য স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। চলতি বছর সরকার কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফ করার ঘোষণা করেছে।
যে খামারের আয় শুধুমাত্র পরিবারের প্রয়োজন মিটায় তাকে জীবন নির্বাহী খামার বলে।
সল্প আয়ের খামার। জীবন নির্বাহী খামারে উদ্ধিত আয় হয় না। জীবনের সাথে ঘনিষ্ঠ খামার ব্যবস্থা। পরিবার ভিত্তিক খামার।