Academy

উদ্দীপক অংশ (i): 

শতশত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে 

এত মরামুখ আধমরা পায়ে পূর্ববাংলা কোলকাতা চলে।

সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষের মিছিল 

সেপ্টেম্বর হায় একাত্তর গরুগাড়ি কাদা রাস্তা পিছিল 

লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায় 

ঘরহীন ভাসে শতশত লোক লক্ষ জননী পাগলপ্রায়।

উদ্দীপক অংশ (ii):

আমরা হারবো না, হারবো না 

তোমার মাটির একটি কণাও ছাড়বো না 

আমরা পাঁজর দিয়ে দূর্গঘাঁটি গড়তে জানি 

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

উদ্দীপক অংশ (i) এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কোন বিশেষ দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Created: 9 months ago | Updated: 9 months ago
Updated: 9 months ago

বাংলা সাহিত্য

Please, contribute to add content.
Content
Promotion