শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র।
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়।
“শির নেহারি আমারি, নতশির ওই
শিখর হিমাদ্রির!" ব্যাখ্যা কর।
(অনুধাবন)“শির নেহারি আমারি, নতশির ওই
শিখর হিমাদ্রির!" ব্যাখ্যা কর।
(অনুধাবন)