Academy

বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলো: 

i. যেসব তৎসম শব্দের বানানে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল ই-কার হবে। যেমন- কিংবদন্তি, শ্রেণি, তরণি, পদবি ইত্যাদি। 

ii. সকল অ-তৎসম (তদ্ভব, দেশি, বিদেশি) শব্দে কেবল ই-কার ব্যবহৃত হবে। যেমন-বাড়ি, স্প্রিং, পাখি, শাড়ি ইত্যাদি। 

iii. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন-বর্ণালি, গীতালি, সোনালি ইত্যাদি। 

iv. পদাশ্রিত নির্দেশক টি-তে ই-কার বসবে। যেমন-ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি। 

v. সকল জাতি ও ভাষার নামের শেষে কেবল ই-কার বসবে। যেমন- আরবি, ইংরেজি, জাপানি ইত্যাদি।

3 months ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion