Academy

নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারেননি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হন। আর্থিক 'সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি • প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। 

অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি? (জ্ঞানমূলক)

Created: 10 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Ans :

অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।

10 months ago

ফিন্যান্স ও ব্যাংকিং

💰 ফিন্যান্স ও ব্যাংকিং – নবম-দশম শ্রেণি | SSC | NCTB অনুমোদিত

আপনি কি খুঁজছেন “ফিন্যান্স ও ব্যাংকিং নবম-দশম শ্রেণি PDF” কিংবা সহজ ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর?

✅ SATT Academy–তে পাবেন এক জায়গায় সবকিছু:

  • অধ্যায়ভিত্তিক সহজ ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • CQ/MCQ প্রস্তুতি, সাজেশন ও লাইভ টেস্ট
  • ভিডিও ব্যাখ্যা, চিত্রসহ বিশ্লেষণ
  • সরকারি NCTB PDF ডাউনলোড সুবিধা
  • সবকিছু একদম ফ্রি — শিক্ষার্থীর জন্য!

📘 অধ্যায়সমূহ:

  • অর্থ ও এর গুরুত্ব
  • ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক ব্যবস্থাপনা
  • ব্যাঙ্কিং ব্যবস্থা ও প্রকারভেদ
  • ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা
  • বিনিয়োগের ধারণা ও গুরুত্ব
  • বাজেট প্রণয়ন ও অর্থনৈতিক সিদ্ধান্ত
  • বীমা ব্যবস্থাপনা ও প্রয়োজনীয়তা

✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা ও উদাহরণ
  • বোর্ড উপযোগী CQ + MCQ প্রশ্ন–উত্তর ও সাজেশন
  • লাইভ কুইজ ও ভিডিও ব্যাখ্যা
  • বুকমার্ক + PDF/ছবি ডাউনলোড ফিচার
  • কমিউনিটি–সম্পাদিত কনটেন্ট – শিক্ষার্থীরা নিজের মতামত যোগ করতে পারে

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 ফিন্যান্স ও ব্যাংকিং – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড

(এই লিংকে ক্লিক করে আপনি সরকারি বই অনলাইনে পড়তে পারবেন বা ডাউনলোড করতে পারবেন)


👨‍👩‍👧‍👦 কে উপকৃত হবেন:

  • SSC পরীক্ষার্থী – বোর্ড ভিত্তিক পড়া ও রিভিশন
  • শিক্ষকগণ – ক্লাসে উপস্থাপন সহজ
  • অভিভাবকরা – সন্তানের পড়াশোনার গাইড হিসেবে
  • টিউটররা – অধ্যায়ভিত্তিক কুইজ ও প্রস্তুতি উপকরণ

⚙️ কিভাবে ব্যবহার করবেন:

  • অধ্যায় তালিকা থেকে পছন্দের অধ্যায় বেছে নিন
  • প্রশ্ন–উত্তর ও ব্যাখ্যা পড়ুন বা ভিডিও দেখুন
  • Live Test দিন প্রস্তুতি যাচাইয়ে
  • প্রয়োজনমতো PDF/ইমেজ ডাউনলোড করুন
  • কমিউনিটিতে অংশ নিয়ে শেখান ও শিখুন

✨ কেন SATT Academy?

✔️ ১০০% ফ্রি ও ব্যবহার–বান্ধব প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুযায়ী সাজানো ও পরীক্ষানির্ভর কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা ও চিত্রসহ উপস্থাপন
✔️ শিক্ষার্থী ও অভিভাবক–বান্ধব ডিজাইন
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ইন্টারফেস


🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • ফিন্যান্স ও ব্যাংকিং নবম-দশম শ্রেণি
  • SSC Finance & Banking PDF
  • Class 9 10 Finance question answer
  • NCTB Finance & Banking Book
  • SATT Academy Finance and Banking
  • Finance CQ MCQ SSC

🚀 আজই শুরু করুন!

SATT Academy–এর মাধ্যমে ফিন্যান্স ও ব্যাংকিং পড়ুন অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও লেকচার, এবং লাইভ কুইজ সহ — একদম বিনামূল্যে।

📘 SATT Academy – শিক্ষার সহজ, সত্য ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম।

Content added By

Related Question

View More

ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে

বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।

আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।

উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।

এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।

উদ্দীপকে শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
সাধারণত রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
এই প্রতিষ্ঠানগুলো বিশেষ খাতের (যেমন: কৃষি, শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি) উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত থাকে। এসব প্রতিষ্ঠানকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বলা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি।
উদ্দীপকে স্বল্পশিক্ষিত শফিক চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উৎসাহিত হন। এর পরিপ্রেক্ষিতে আর্থিক সমস্যা দূর করতে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। এক্ষেত্রে শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান সুবিধাজনক শর্তে মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে শফিককে ব্যবসায়ের আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান সহায়তা দিয়েছে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...