দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে অর্থ সংকুলানকল্পে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন। কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে এতদসঙ্গে তাঁত বস্ত্রেরও ব্যবসায় শুরু করতে মনস্থির করেছেন এবং এ প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করছেন
বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।
আপনি কি খুঁজছেন “ফিন্যান্স ও ব্যাংকিং নবম-দশম শ্রেণি PDF” কিংবা সহজ ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর?
✅ SATT Academy–তে পাবেন এক জায়গায় সবকিছু:
🔗 ফিন্যান্স ও ব্যাংকিং – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(এই লিংকে ক্লিক করে আপনি সরকারি বই অনলাইনে পড়তে পারবেন বা ডাউনলোড করতে পারবেন)
✔️ ১০০% ফ্রি ও ব্যবহার–বান্ধব প্ল্যাটফর্ম
✔️ NCTB বই অনুযায়ী সাজানো ও পরীক্ষানির্ভর কনটেন্ট
✔️ লাইভ টেস্ট, ভিডিও ব্যাখ্যা ও চিত্রসহ উপস্থাপন
✔️ শিক্ষার্থী ও অভিভাবক–বান্ধব ডিজাইন
✔️ মোবাইল ও ডেস্কটপ–ফ্রেন্ডলি ইন্টারফেস
SATT Academy–এর মাধ্যমে ফিন্যান্স ও ব্যাংকিং পড়ুন অধ্যায়ভিত্তিক প্রশ্ন–উত্তর, ভিডিও লেকচার, এবং লাইভ কুইজ সহ — একদম বিনামূল্যে।
📘 SATT Academy – শিক্ষার সহজ, সত্য ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?