শিক্ষক ক্লাসে ইসলাম সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা বলল, ইসলাম সর্বোত্তম ধর্ম। একটি ইমারত যেমন বেশ কিছু খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে কিছু মহান আদর্শের ওপরে। এ ধর্মের প্রচারকের কথা, কাজ ও বাণী আদর্শ হিসেবে ধারণ করে মানুষ জীবন পরিচালনা করে। এ কথা শুনে শিক্ষক সন্তুষ্ট হলেন এবং বললেন, 'এসব বাণী অনুসরণের জন্য সঠিকভাবে সনদের ধারাবাহিকতা অনুসরণ করতে হবে।'
ইসলামের খুঁটি বলতে পাঁচটি মৌলিক ভিত্তিকে বোঝায়। ইসলামকে যদি একটি তাঁবু ধরা হয় তাহলে এটি পাঁচটি খুঁটির ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের সাওম পালন করা। তাঁবুতে যেমন প্রতিটি খুঁটিই গুরুত্বপূর্ণ তেমনি ইসলামের এ পাঁচটি খুঁটি বা স্তম্ভই সমান গুরুত্বপূর্ণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?