জনাব আবদুর রহমান ঢাকার একটি কলেজের ইসলাম শিক্ষার শিক্ষক। তিনি ক্লাসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতি পড়াতে গিয়ে শিক্ষার্থীদের ইসলাম শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করতে বলেন। শিক্ষার্থীরা 'ক' ও 'খ' নামে দুইটি দলে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে ইসলাম শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য উপস্থাপন করে-
ক. দল | খ. দল |
১. আল্লাহ সম্পর্কে জ্ঞানলাভ | ১. আল্লাহর খিলাফত পরিচালনার যোগ্যতা অর্জন |
২. আল্লাহর ওপর ইমান আনা | ২. আল্লাহর দীন প্রতিষ্ঠা করা |
৩. আল্লাহর ইবাদত করা | ৩. দাওয়াত ও তাবলিগ |
৪. আল্লাহ ও রাসুল (স) এর আনুগত্য করা | ৪. পার্থিব কল্যাণ লাভ |
৫. আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন। | ৫. হালাল উপার্জন। |
ইসলাম শিক্ষা আল্লাহর একত্ববাদের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় একে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।
'তাওহিদ' শব্দের অর্থ একত্ববাদ। ইসলাম শিক্ষার মূলকথা হলো- لا اله الا الله অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মুখে স্বীকার ও অন্তরে বিশ্বাস করার নাম তাওহিদ। পৃথিবীতে যত নবি- রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই এই তাওহিদের দাওয়াত দিয়েছেন। তাওহিদে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তিই মুমিন বা মুসলমান হতে পারে না। এজন্যই ইসলাম শিক্ষা তাওহিদের ওপর প্রতিষ্ঠিত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?