ফাহাদের আম গাছের বাগান আছে। পাশাপাশি সে বাড়ির পুকুর পাড়ে শাকসবজির চাষ করে। কিছু ফসল বিক্রি করার পর সে সিদ্ধান্ত নিল বাকি ফল ও শাকসবজিগুলো সে সংরক্ষণ করে রাখবে। এ বিষয়ে জানার জন্য সে কৃষি তথ্য সেবা সার্ভিসের সাথে যোগাযোগ করলে তারা ফাহাদকে প্রক্রিয়াজাতকরণ করে সংরক্ষণ করতে বলল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে যে সভা বা বৈঠক করে তাকে উঠোন বৈঠক বলে।
উঠোন বৈঠক আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল। এই কৌশলের একটি প্রধান সুবিধা হলো যে এতে সকল ধরনের নারী-পুরুষ কৃষক স্থানীয়ভাবে অংশ গ্রহণ করতে পারে। তারা সেখানে • নিঃসংকোচে তথ্য বিনিময় করতে পারে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?