শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি- প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ, আমার বাংলাদেশ।
উদ্দীপকের ভাবার্থ 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধের শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বানের দিককে তুলে ধরেছে।
পরাধীনতার শেকল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' প্রবন্ধে শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের দিকনির্দেশনার বিষয়টি উপস্থাপিত হয়েছে। ৭ই মার্চের ভাষণে তিনি পরাধীন বাঙালি জাতিকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের ভাবার্থেও শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বান প্রতিফলিত হয়েছে। তাঁর বজ্রকণ্ঠের ভাষণ বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছে। বাংলার মানুষ তাঁর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা। তাই বলা যায়, উদ্দীপকের ভাবার্থ প্রবন্ধে আলোচিত শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বানের দিককে তুলে ধরেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?