বিজয় দিবসে লিপি তার বাবার সাথে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যায়। বাবা তাকে বুঝিয়ে দেন সাতজন বীরশ্রেষ্ঠের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে এর সাতটি স্তম্ভ। তখন লিপির মনে কৌতূহল জাগে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত। অন্যান্য স্থাপনা ঘুরে দেখার। সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষাণের ভাস্কর্যটি তাকে গভীরভাবে আকৃষ্ট করে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে স্বাধীনতার মহানায়ককে নিয়ে স্বপ্নের জাল বুনতে বুনতে তারা পৌঁছে যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে '৭১-এর হানাদারদের অত্যাচারের চিত্র দেখে লিপি অনেকক্ষণ হতবাক থেকে বলে ওঠে, 'কী ভয়াবহ নিষ্ঠুরতা!'
উদ্দীপকের লিপির যে অনুভূতি তাকে ভীষণভাবে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে তা 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ।
বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তাঁর দেখানো পথে হেঁটেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের সংগ্রামী জীবনচেতনার অনুপ্রেরণা।
উদ্দীপকের লিপি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্মৃতি স্মারক স্থাপনা দেখার আগ্রহ প্রকাশ করে। সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভাস্কর্যটি তাকে গভীরভাবে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে। তার এই অনুপ্রেরণার উৎসটি 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' রচনার ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ। কারণ এটি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ নিয়েই রচিত হয়েছে। এ ভাষণে তিনি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। যা পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। তাঁর নির্দেশিত পথেই এদেশের সর্বস্তরের মানুষ যার যা কিছু ছিল তা নিয়েই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। এভাবেই উদ্দীপকের লিপির অনুপ্রেরণার উৎসটি রচনাটিতে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?