সদ্য স্বাধীনতাপ্রাপ্ত 'সবুজ' রাষ্ট্রটিতে সরকারের তিনটি বিভাগ সৃষ্টি করে প্রত্যেকটি বিভাগকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করে। কিন্তু দেশে একসময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার পরিচালনার তিনটি বিভাগ স্বাধীনতা নিয়ে নিজেদের ইচ্ছামতো চলতে শুরু করে।
সরকারপ্রধান তার ভুল বোঝতে পেরে তিন বিভাগের স্বাধীনতা তুলে নিয়ে তাদের একসাথে কাজ করার ব্যবস্থা করেন।
উদ্দীপকে সদ্য স্বাধীনতা প্রাপ্ত সবুজ দেশটিতে প্রাথমিক অবস্থায় রাষ্ট্রীয় কাজে বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ছিল সমন্বয়ের অভাব। একটি সরকারের তিনটি বিভাগের মধ্যে সমন্বয়হীনতা থাকলে যে কী অবস্থার সৃষ্টি হতে পারে, তা এখানে দেখা যায়।
একটি দেশের সরকারকে মূলত তিনটি কাজ করতে হয়- আইন প্রণয়ন, দেশ শাসন এবং বিচার। এজন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ কাজ করে থাকে। কিন্তু এ তিনটি বিভাগকে যদি পরস্পর বিচ্ছিন্ন করে রাখা হয়, তবে সে দেশের শাসনব্যবস্থার মৃত্যু ঘটবে, আবার অতি নির্ভরশীল করে রাখা হলে স্থবির হয়ে যাবে।
উদ্দীপকের সবুজ দেশটিতে তিনটি বিভাগকে স্বাধীনতা দেওয়ার ফলে তারা নিজেদের মতো করে কাজ করছিল, এতে কোনো সমন্বয় ছিল না বললেই চলে। তাই প্রাথমিক অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের, যৌথভাবে সমন্বিত কাজ করতে হবে। এজন্য প্রয়োজনীয় যৌক্তিক নির্ভরশীলতা বজায় রেখে কাজের মধ্যে সমন্বয় করতে হবে।
আর তা না থাকায় সবুজ রাষ্ট্রটিতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?