সদ্য স্বাধীনতাপ্রাপ্ত 'সবুজ' রাষ্ট্রটিতে সরকারের তিনটি বিভাগ সৃষ্টি করে প্রত্যেকটি বিভাগকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করে। কিন্তু দেশে একসময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার পরিচালনার তিনটি বিভাগ স্বাধীনতা নিয়ে নিজেদের ইচ্ছামতো চলতে শুরু করে।
সরকারপ্রধান তার ভুল বোঝতে পেরে তিন বিভাগের স্বাধীনতা তুলে নিয়ে তাদের একসাথে কাজ করার ব্যবস্থা করেন।
সরকারের যে বিভাগ আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা করে, তাকে শাসন বিভাগ বলে। অর্থাৎ আইন বিভাগ প্রণীত আইন অনুসারে যে বিভাগ দেশ শাসন বা পরিচালনা করে থাকে, তাই শাসন বিভাগ। সংকীর্ণ অর্থে শাসন বিভাগ হলো প্রজাতন্ত্রের নীতি ও কার্যক্রম নির্ধারণের দায়িত্ব প্রাপ্ত অংশ যেমন- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, আমলারা। আর ব্যাপক অর্থে আইন ও বিচার বিভাগ ব্যতীত প্রজাতন্ত্রের সকল অংশীজন শাসন বিভাগের আওতাভুক্ত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?