জামান একজন ইসলামি পরিবারের সন্তান। তিনি ইউরোপে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে এসেছেন। সেখানে দীর্ঘদিন অবস্থানের কারণে তার চরিত্রে ঐ দেশের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। তিনি প্রায় গুডমর্নিং, গুড ইভিনিং, ড্যাড ইত্যাদি পরিভাষা ব্যবহারসহ গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের আংটি ব্যবহার করেন। তার বন্ধু শাহজাহান তাকে এ থেকে বিরত থাকার আহ্বান জানালে তিনি বলেন, পৃথিবী তো উপভোগ করার স্থান।
একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য জামান সাহেবের করণীয় হলো- বিধর্মীদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামি সংস্কৃতি গ্রহণ করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবনদর্শন। ইসলামি জীবনদর্শনের অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি প্রতিফলিত হয় তাই ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধসমূহ প্রতিফলিত হয়ে থাকে। বিশ্ব সৃষ্টি ও সভ্যতার ইতিহাসে দেখা যায় জ্ঞান-বিজ্ঞানের জাগরণ ও উন্নতি এবং পূত-পবিত্র ও পরিচ্ছন্ন সভ্যতা-সংস্কৃতির উদ্ভব ইসলামের দ্বারাই সূচিত হয়। এ সংস্কৃতি পবিত্র কুরআন ও সুন্নাহের বিধি- বিধানের অনুসরণে প্রতিষ্ঠিত।
উদ্দীপকে উল্লিখিত জামান সাহেব দীর্ঘ দিন ইউরোপে থাকার কারণে তিনি তাদের সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে গলায় স্বর্ণের চেইন ও হাতে স্বর্ণের আংটি ব্যবহার করেন ও তাদের সংস্কৃতির অনুকরণে গুডমর্নিং, গুড ইভিনিং ও বাবাকে ড্যাড বলেন। শাহজাহান তাকে বিধর্মীদের সংস্কৃতি থেকে বিরত থাকতে বললে তিনি বলেন, পৃথিবী তো উপভোগ করার স্থান। জামান সাহেবকে খাঁটি মুসলমান হওয়ার জন্য স্বর্ণের চেইন ও আংটি ব্যবহার বন্ধ করতে হবে। বিধর্মীদের সংস্কৃতি বর্জন করে ইসলামি শরিয়তের বিধি-বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে।
একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য জামান সাহেবকে বিধর্মীদের সংস্কৃতি বর্জন করে ইসলামি সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?