নিচের চিত্র দুটি লক্ষ কর-

উদ্দীপকে প্রদর্শিত চিত্রটি হলো পলিব্যাগে চারা রোপণ পদ্ধতি। নিচে পলিব্যাগে চারা রোপণ পদ্ধতি বিশ্লেষণ করা হলো-
পলিব্যাগে চারা রোপণ অথবা চারা তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো বীজ, দোআঁশ মাটি, গোবর, কম্পোস্ট, ১৫ সে.মি. ১০ সে.মি. আকারের পলিব্যাগ, পানি দেওয়ার ঝাঁঝর। এজন্য মাটি ভেঙে গুঁড়া করে নিতে হবে। ৪ ভাগের ৩ ভাগ মাটি ও ১ ভাগ গোবর বা কম্পোস্ট ভালোভাবে মেশাতে হবে। পলিব্যাগের তলাসহ দুই সারিতে ৮টি করে ছিদ্র করে পলিব্যাগে মাটি ভর্তি করতে হবে। ছায়াযুক্ত স্থানে পলিব্যাগগুলোকে রেখে পলিব্যাগের উপর আঙুল দিয়ে দুটি গর্ত করে একটি গর্তে বীজ দিয়ে গুঁড়া মাটি দিয়ে ঢেকে দিতে হবে। নিয়মিত ঝাঁঝর দিয়ে পানি দিতে হবে এবং চারার উচ্চতা ১৫ সে.মি. হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?