নিচের চিত্র দুটি লক্ষ কর-

উদ্দীপকে উল্লেখিত চিত্র-১ হলো পলিব্যাগে বীজ রোপণ। এর জন্য মাটি প্রস্তুতপ্রণালি নিচে ব্যাখ্যা করা হলো-
পলিব্যাগে বীজ রোপণের জন্য প্রথমে মাটি ভেঙে গুঁড়া করে নিতে হবে। এরপর ৪ ভাগের ৩ ভাগ মাটি ও ১ ভাগ গোবর বা কম্পোস্ট সার ভালো করে মেশাতে হবে। পলিব্যাগের তলাসহ দুই সারিতে ৮টি ছিদ্র করে পলিব্যাগে ভালো করে মাটি ভর্তি করতে হবে। তারপর ছায়াযুক্ত সমতল জায়গায় সারিবদ্ধভাবে পলিব্যাগগুলো সাজিয়ে মাটি ভর্তি পলিব্যাগের উপরে আঙুল দিয়ে দুটি গর্ত করে প্রতিটি গর্তে একটি করে বীজ দিতে হবে। গুঁড়া মাটি দিয়ে বীজ ভালোভাবে ঢেকে দিয়ে প্রতিদিন সকাল-বিকাল ঝাঁঝর দিয়ে পরিমিত পানি দিতে হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?