রহিম ও রাশেদ দুই ভাই। রহিম তার জমিতে সারাবছর বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে লাভবান হন। কিন্তু রাশেদ তার জমি থেকে ভালো ফলন পান না। রহিম রাশেদকে মাটির বুনট দেখে ফসল নির্বাচনের পরমার্শ দেন।
কোনো মাটিতে হাইড্রোজেন আয়ন (H') ও হাইড্রোক্সিল আয়নের (OH) পরিমাণ সমান থাকলে তাকে নিরপেক্ষ মাটি বলে। নিরপেক্ষ বা প্রশম মাটির অম্লমান ৭। এই ধরনের মাটিতে সব ধরনের পুষ্টি উপাদান সহজলভ্য থাকে বিধায় ফসল চাষে সর্বাধিক উপযোগী। নিরপেক্ষ মাটিতে জৈব পদার্থ সহজে বিয়োজিত হয়। নিরপেক্ষ মাটিতে বীজের অঙ্কুরোদগম ভালো হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?