Academy

আনিস সাহেব গ্রামে বসবাস করেন। তিনি ঐ গ্রামেরই একটি ক্লাবের সভাপতি। তিনি প্রায়ই ভাবেন, গ্রামের পতিত জমিগুলো কীভাবে আবাদযোগ্য করা যায়? এদিকে কৃষি বনায়ন সম্পর্কে তাঁর ভালো ধারণা আছে। তিনি ক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে জমির মালিকদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি সকলকে নিয়ে জমিগুলোতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন এবং চারপাশের খালি জায়গায় নানা ধরনের ফল ও বৃক্ষজাতীয় গাছের চারা লাগান। তাছাড়া একপাশে কিছু ঘাসেরও আবাদ করেন।

বাংলাদেশের জনগণের সচেতনতা সৃষ্টিতে আনিস সাহেবের উদ্যোগটি মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

উদ্দীপকে উল্লেখিত আনিস সাহের কৃষি বনায়নের উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের সচেতনা সৃষ্টিতে আনিস সাহেবের উদ্যোগটি নিচে মূল্যায়ন করা হলো-

কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এ পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এ ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুপাখি ও মৎস্য উৎপাদন করা হয়। এ বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যবহার করে না। বাংলাদেশ একটি জনবহুল দেশ কিন্তু ভূমির পরিমাণ অনেক কম। বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এ ভূমি সক্ষম নয়। এ অবস্থায় জনসাধারণের সার্বিক চাহিদা মেটানো এবং দেশের পরিবেশের 'ভারসাম্য বজায় রাখার কৌশল হলো ভূমির বহুমুখী ব্যবহার বাড়ানো।
ভূমির বহুমুখীকরণের একটি উপায় হলো কৃষি বনায়ন। এর মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে মানুষ সাধারণ কৃষি খামার, রাস্তা ও বাঁধের ধারে, বাড়ির আঙ্গিনা প্রতিষ্ঠানের চারপাশে কৃষি বনায়নের সৃষ্টি করবে এবং অন্যদের উদ্বুদ্ধ করবে।

2 months ago

কৃষি শিক্ষা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

নার্সারির জন্য নির্বাচিত জমি উর্বর ও দোআঁশ মাটি সম্পন্ন হতে হবে। অপেক্ষাকৃত উঁচু, সমতল ও আলো বাতাস সম্পূর্ণ হতে হবে। পানির সুষ্ঠু ব্যবস্থা এবং মালামাল ও চারা পরিবহনে উন্নত ব্যবস্থা থাকতে হবে।

গর্জন, শাল গাছের বীজ খুব বেশি সময় সংরক্ষণ করে রাখা যায় না। এতে বীজের অংকুরোদগম হার কমতে থাকে। এদের সংরক্ষণকাল সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত। তাই গর্জন, শাল গাছের বীজ গাছ থেকে ঝরে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়।

কোনো পরিকল্পনার আওতায় ব্যাপক এলাকা জুড়ে বনায়ন করার জন্য অস্থায়ী নার্সারি তৈরি করা হয়। যেমন- সড়ক ও জনপদ বিভাগ হতে নতুন রাস্তা নির্মাণের পর দু'পাশে গাছ লাগানোর সময় সতেজ চারা অল্প সময়ে, কম পরিবহন খরচে পাওয়ার জন্য অস্থায়ী নার্সারি তৈরি করা হয়।

কৃষি ক্ষেত্রে নার্সারির প্রয়োজনীয়তা অনেক। আমাদের দেশে অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে বনজ সম্পদ আজ ধ্বংসের মুখোমুখি। এর ফলে আমাদের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষ সংরক্ষণ ও বনায়ন করা দরকার। আর এজন্য প্রয়োজন সবল চারা। সবল চারা পাওয়া যায় নার্সারি থেকে। এছাড়া বিভিন্ন চারা যেগুলো হুমকির মুখে সেগুলোকে নার্সারিতে নিবিড় পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখা হয়।

আমাদের দেশে কৃষি বনায়ন জরুরি কারণ বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং ভূমি সীমিত। বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে এ ভূমি সক্ষম নয়। কৃষি বনায়নের মাধ্যমে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুপাখি ও মৎস্য উৎপাদন করা যায়। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশকে সমৃদ্ধ রাখে। অর্থনৈতিকভাবে এ বনায়ন লাভজনক।

সীমিত ভূমির বহুমুখী ব্যবহার করে বিশাল জনসংখ্যার বহুমুখী চাহিদা মেটানোর জন্যই কৃষি বনায়ন গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যও বনায়ন জরুরি। তাই আধুনিক প্রযুক্তিতে কৃষি বনায়ন এখন শুধুমাত্র সময়ের দাবি।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...