আরিফ একদিন তার মার সাথে বসে টিভিতে জলপাইয়ের আচার তৈরির প্রক্রিয়া দেখছিল। তার মা তাকে বলল, বর্তমানে বিভিন্ন প্রচার মাধ্যম কৃষিজ উৎপাদন ও পণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ক অনুষ্ঠান প্রচার করে তথ্য সরবরাহে ভূমিকা রাখছে।
বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠে তাকে সামাজিক বন বলে। সামাজিক বনে বিভিন্ন ফলজ বৃক্ষ লাগানো হয়। সামাজিক বন মানুষের ফলের চাহিদা পূরণ, ভূমিক্ষয় রোধ হয়, কুটির শিল্প তৈরির কাঁচামাল, ঘরবাড়ি তৈরির কাঠ ও জ্বালানি কাঠ পায়। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। অতএব বলা যায়, সামাজিক বন জনগণের উপকার করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?