হারুন মিয়ার নার্সারি করার সখ দীর্ঘদিনের। কিন্তু নার্সারি কীভাবে করতে হয় তা তিনি জানেন না। অভিজ্ঞ নার্সারি মালিক আলেক সাহেবের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নেন। আলেক সাহেব তাকে স্থায়ী নার্সারি করার পরামর্শ দেন। তিনি তাকে স্থান নির্বাচন ও নার্সারি তৈরির কৌশল শিখিয়ে দেন। সে থেকে হারুন মিয়া একজন সফল নার্সারি মালিক।
স্থায়ী নার্সারি স্থাপন ও স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো হলো:
১. স্থান নির্বাচন ৭. রাস্তা ও পথ,
২. নার্সারি জায়গার পরিমাণ নির্ণয়, ৮. সেচ ব্যবস্থা,
৩. বেড়া নির্মাণ, ৯. নর্দমা ও পার্শ্বনালা,
৪. ভূমি উন্নয়ন, ১০. নার্সারি ব্লক,
৫. অফিস ও বাসস্থান, ১১. নার্সারি বেড ও
৬. বিদ্যুতায়ন, ১২. পরিদর্শন পথ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?