রচনামূলক প্রশ্ন ও সমাধান
সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণ পদ্ধতি নিচে বর্ণনা করা হলো-
২. অড়হড়ের সারি থেকে ৩০ সেমি নিচে গাছের প্রথম সারি থাকবে যাতে ২ মিটার ব্যবধানে বৃক্ষ রোপণ করতে হবে।
৩. প্রথম সারি হতে ১.৫২.৫ মিটার দূরে (ঢালের প্রশ্ন অনুসারে) গাছের দ্বিতীয় সারি হবে, যাতে ২ মিটার ব্যবধানে গাছ লাগাতে হবে।
৪. সড়ক/বাঁধের ঢালের একেবারে নিচের প্রান্তে থাকবে ধৈণ্যার সারি।
৫. সড়ক/বাঁধের ঢালের প্রশস্ততা ৩ মিটারের বেশি হলে ১.৫২.৫ মিটার ব্যবধানে তিন কিংবা ততোধিক সারিতে গাছ লাগানো যেতে পারে।
৬. চারা লাগানোর পূর্বে ৩০ সে.মি ৩০ সে.মি ৩০ সে.মি গর্ত করতে হবে। প্রত্যেক গর্তে ১ কেজি গোবর, ২৫ গ্রাম টি.এস.পি. ২৫ গ্রাম এম.পি সার প্রয়োগ করতে হবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?