Academy

শেয়ালদা স্টেশনে আসিয়া খাম খুলিয়া নোটগুলি কী ভাবিয়া একবার দেখিয়া লইতে গিয়া হরিপদ মাথা ঘুরিয়া সেখানে বসিয়া পড়িল।... সর্বনাশ! সব কখানাই একশো টাকার নোট, সর্বসুদ্ধ এগারো খানা। চল্লিশ টাকার জায়গায় এগারশো টাকা। টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা দাঁড়াইয়াছে হরিপদর স্ত্রী। সে যেদিন হইতে শুনিয়াছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করিতেছে, সেদিন হইতে সে কাঁদিয়া-কাটিয়া অনর্থ বাধাইয়াছে। হরিপদ তাহাকে বুঝাইয়া বলিল- দ্যাখো, ফাঁকির টাকা তো... ওটা তাদের দিয়েই আসি।   

'সততার পুরস্কার' গল্পে কৃতজ্ঞ ব্যক্তি কে? (জ্ঞানমূলক)

Created: 4 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

'সততার পুরস্কার' গল্পে কৃতজ্ঞ ব্যক্তি অন্ধ লোকটি।

4 months ago

চারুপাঠ

🎨 চারুপাঠ – ষষ্ঠ শ্রেণি | NCTB অনুমোদিত (২০২৫)

আপনি কি ষষ্ঠ শ্রেণির চারুপাঠ (২০২৫) বইয়ের অধ্যায়ভিত্তিক চিত্রকলা, হাতের কাজ, ও শিক্ষনীয় বিষয়বস্তু খুঁজছেন?
SATT Academy–তে পাচ্ছেন সহজ ব্যাখ্যা, ছবিসহ গাইড, ভিডিও ক্লাস ও প্র্যাকটিক্যাল সহায়তা — এক জায়গায়!


✅ এখানে যা পাবেন:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় ব্যাখ্যা ও অনুশীলন নির্দেশনা
  • চিত্রসহ ধাপে ধাপে কাজ শেখা
  • ভিডিও টিউটোরিয়াল ও হ্যান্ড অন প্রজেক্ট
  • ডিজিটাল আর্ট ও রঙের ব্যবহার শেখা
  • PDF/ইমেজ ডাউনলোড সুবিধা
  • কিছু প্রিমিয়াম কনটেন্টে সামান্য ফি প্রযোজ্য

📥 সরকারি (NCTB) PDF ডাউনলোড লিংক:

🔗 চারুপাঠ – ষষ্ঠ শ্রেণি PDF (২০২৫)
(সরকারি বই অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)


👩‍🎨 এই কনটেন্ট উপকারী:

  • শিক্ষার্থীদের জন্য: বাড়িতে বসে চিত্রকলা ও হাতের কাজ অনুশীলনের জন্য
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শেখানোর উপযোগী গাইড ও ছবি
  • অভিভাবকদের জন্য: শিশুদের সৃজনশীলতা বাড়াতে সহায়তার জন্য
  • আর্ট টিচার ও কোচিংয়ের জন্য: অধ্যায়ভিত্তিক কনটেন্ট ও উদাহরণ

⚙️ কীভাবে ব্যবহার করবেন:

  1. অধ্যায় নির্বাচন করুন (যেমন: রেখাচিত্র, জলরং, লোকশিল্প)
  2. টেক্সট ও ছবির ব্যাখ্যা পড়ুন
  3. ভিডিও দেখে হাতে-কলমে আঁকার কৌশল শিখুন
  4. নিজের আঁকা ছবি আমাদের কমিউনিটিতে শেয়ার করুন
  5. প্রয়োজনে PDF ও ছবি ডাউনলোড করুন

✨ কেন SATT Academy?

  • ✅ NCTB ২০২৫ পাঠ্যক্রম অনুযায়ী সাজানো কনটেন্ট
  • ✅ ভিডিওসহ হাতে-কলমে শেখার সুযোগ
  • ✅ কমিউনিটি যাচাইকৃত নির্ভুল গাইড
  • ✅ মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন
  • ✅ বিনামূল্যে শেখার সুযোগ + প্রিমিয়াম ফিচার

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • চারুপাঠ ষষ্ঠ শ্রেণি PDF 2025
  • Class 6 Charupath book BD
  • ছবি আঁকা শিখি চারুপাঠ
  • Charupath Class 6 Drawing Guide
  • SATT Academy Charupath Video Tutorial

🎨 এখনই সৃজনশীলতা শুরু হোক!

চারুপাঠ শুধুই আঁকার বই নয়, এটি আপনার কল্পনার রঙে আঁকা একটা জানালা।
SATT Academy–এর ভিডিও ও গাইডের মাধ্যমে শেখা হোক আনন্দময় ও উপভোগ্য!

🎓 SATT Academy – আপনার কল্পনা ও জ্ঞানের মেলবন্ধনের জায়গা।

Content added By

Related Question

View More

স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।

মানুষকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।

ফেরেশতা হলেন আল্লাহর দূত। আল্লাহর হুকুমে তাঁরা সকল কাজ করে থাকেন। আল্লাহ আরব দেশের তিনটি লোককে পরীক্ষার জন্য এক ফেরেশতাকে পাঠিয়েছিলেন। ফেরেশতা মানুষের রূপ ধরে ঐ তিন ব্যক্তির কাছে গিয়েছিলেন, যেন তাঁর আসল পরিচয় বোঝা না যায়। এতে করে পরবর্তীতে সেই মানুষদের সততার পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল।

কালাম ও আবুলের কাজের মধ্যে 'সততার পুরস্কার' গল্পের অকৃতজ্ঞতা ও স্বার্থপরতার দিকটি প্রতিফলিত হয়েছে।

আরব দেশের তিন জন অসহায় ও রোগাক্রান্ত লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। ফেরেশতার অনুগ্রহে এই তিন জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভি থেকে বহু গাভির এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিন্তু কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি একেক জনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। যার মাধ্যমে তাদের স্বার্থপরতার দিকটি ফুটে ওঠে।

উদ্দীপকেও আমরা দেখতে পাই হাজি সাহেব জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা ও কালামকে ভ্যানগাড়ি কিনে দিলে তারা স্বাবলম্বী হয়। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালে আবুল ও কালাম কোনো সাহায্য করেনি। সুতরাং এখানেও স্বার্থপরতা ও অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে।

'সততার পুরস্কার' গল্পের মূল শিক্ষা হলো সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন যা উদ্দীপকে হাফিজের কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে।

'সততার পুরস্কার' গল্পে ফেরেশতার অনুগ্রহে অন্ধ ব্যক্তিটির চোখ ভালো হয়ে যায় এবং তার অবস্থার উন্নতির জন্য তাকে একটি গাভিন ছাগল দেয়। ধীরে ধীরে সে একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে যায়। কিছুদিন পর তাকে পরীক্ষা করার জন্য ফেরেশতা বিপদগ্রস্ত এক বিদেশির ছদ্মবেশে হাজির হলেন। ফেরেশতা তার দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে কিছু সাহায্য করতে বললেন। সে নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছামতো সব কিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন ও তার সম্পদ তারই রয়ে গেল। তাই গল্পটির মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ও সৎ লোককে যথাযথ পুরস্কার দেন।

উদ্দীপকে আমরা দেখি যাকাতের টাকা থেকে হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দেওয়া হয়। কিছুদিন পর হাজি সাহেব তাকে পরীক্ষা নেওয়ার জন্য এক ভিক্ষুককে পাঠালে সে ভিক্ষুককে বিনা পয়সায় তার জামা সেলাই করে দেয়। সুতরাং তার মধ্যে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ রয়েছে।

উপরের আলোচনা থেকে বলা যায়, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত।

ধবলরোগী ফেরেশতার কাছে তার রোগের কথা বলতে গিয়ে উক্ত কথাটি বলে।

আল্লাহর হুকুমে ফেরেশতা ধবলরোগীর কাছে গিয়ে জানতে চান সে কী সবচেয়ে ভালোবাসে। জবাবে সে বলে তার গায়ের ধবল রোগ যদি ভালো হয় তবে সে সবচেয়ে সুখী হবে। কারণ এই রোগকে সবাই খুব ঘৃণা করে।

উদ্দীপকের হরিপদ 'সততার পুরস্কার' গল্পের অন্ধ সৎ লোকটিকে নির্দেশ করে।

মানুষের অন্যতম গুণগুলোর মধ্যে একটি হলো সততা। সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে। সৎ ব্যক্তি কখনো কারও সঙ্গে অন্যায় করে না।

উদ্দীপকের হরিপদ একজন দরিদ্র ব্যক্তি। কোনো এক অফিস থেকে সে তার প্রাপ্য টাকা পায়। টাকাটি তারা খামে ভরে হরিপদকে দেয়। স্টেশনে এসে হরিপদ খাম খুলে দেখে তার পাওনা চল্লিশ টাকা নয়।

খামে রয়েছে এগারোশ টাকা। সে টাকাটি ফেরত দিতে চায়। কারণ এত টাকার মালিক সে নয়। স্ত্রী বাধা দিলে হরিপদ তাকে বোঝাতে চেষ্টা করে। 'সততার পুরস্কার' গল্পের অন্ধ লোকটিও সৎ। অন্ধ লোকটি আল্লাহ্ অনুগ্রহের কথা স্মরণে রেখেছে এবং ফেরেশতাকে সাহায্য করেছে। তাই বলা যায় যে, সৎ হওয়ার দিক থেকে উদ্দীপকের হরিপদ আলোচ্য গল্পের অন্ধ সৎ লোকটিকে নির্দেশ করে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...