এক কথায় উত্তর
১. সবজি বাগান কত ধরনের হয় ?
২. বৈশিষ্ট্য অনুসারে মাটি কয়ভাগে বিভক্ত ?
৩. পলিকণার অনুপাতের ভিত্তিতে দোঁআশ মাটি কয়ভাগে বিভক্ত?
৪. পিএইচ-এর নিরপেক্ষ মান কত ?
৫. মাটির প্রধান রাসায়নিক বিক্রিয়ার কতটি শ্রেণি আছে ?
৬. বাংলাদেশে সবজি চাষের অধীন জমির সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব কি না ?
৭. মোট আবাদি জমির কত % জমিতে সবজি চাষ হয়?
৮. সার প্রয়োগ পদ্ধতি কতভাগে বিভক্ত ?
৯. বীজ অঙ্কুরোদগমের সময় বীজের ওজনের কত% পানির প্রয়োজন ?
১০. জমির পানি ধারণ ক্ষমতা কত %-এ পৌঁছলে অবশ্যই সেচ দিতে হবে?
১১. মাটিতে বসবাসকারী ১টি পোকার নাম লেখ ।
১২. গুদামে বীজ সংরক্ষণে কীটনাশকের পরিবর্তে কী ব্যবহার করা যায়?
১৩. মালচিং কত ধরনের হয় ?
১৪. আগাছা দমন পদ্ধতি কত ধরনের ?
১৫. সবজিতে প্রধানত কয়টি পদ্ধতিতে সেচ দেয়া হয় ?
১৬. আগাছার কারণে সর্বোচ্চ কত % ফসল নষ্ট হতে পারে?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. গার্হস্থ্য ও বিক্রয়মূলক সবজি বাগান বলতে কী বোঝায় ?
২. মাটির অম্লত্ব ও ক্ষারত্ব বলতে কী বোঝায় ?
৩. সবজি চাষে সারের চাহিদা কীভাবে নিরূপণ করা যায় ?
৪. সবজি চাষে সার প্রয়োগ পদ্ধতিগুলো কী কী এবং বিভিন্ন প্রয়োগ পদ্ধতি কেন অবলম্বন করা হয় ?
৫. ৫টি সবজির খাদ্যোপাদান পরিশোষণ এর পরিমাণ, কখন বেশি পরিশোষণ করে এবং তার হেক্টর প্রতি ফলন উল্লেখ কর।
৬. সারের কার্যকারিতা কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল?
৭. সবজির জীবনচক্রের বিভিন্ন স্তরে পানির চাহিদা কখন তা উল্লেখ কর।
৮. পানি নিকাশের উপকারিতা বর্ণনা কর।
৯. সবজিতে সেচের প্রধান প্রধান পদ্ধতিগুলো কী কী এবং যে কোন একটি পদ্ধতির বর্ণনা কর ।
১০. সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপাদানগুলো কী কী ?
১১. বালাই ব্যবস্থাপনায় জৈবিক দমন বলতে কী বোঝায় ?
রচনামূলক প্রশ্ন
১. সবজি চাষের উপযোগী মাটি কোনগুলো? মাটির অম্লত্ব ও ক্ষারত্ব কী এবং কীভাবে তা সংশোধন করা যায় তা বর্ণনা কর।
২. বাংলাদেশে সবজি চাষের বর্তমান অবস্থা হালনাগাদ (২০০৬-০৭, ২০০৭-০৮) পরিসংখ্যানসহ উল্লেখ কর ।
৩. আগাছা কীভাবে শস্যের ক্ষতি করে তা বর্ণনা কর ।
৪. সবজিতে সেচের বিভিন্ন পদ্ধতির মধ্যে পৃষ্ঠদেশ পদ্ধতির বর্ণনাসহ মুক্ত প্লাবন পদ্ধতির ছবি অঙ্কন কর ।
৫. ফল, মূল, কন্দ ও পাতাজাতীয় সবজির মধ্যে প্রতিটির অন্তত ৩টি করে সবজিতে কোন সময় পানির নাজুক অবস্থা হয় তা বর্ণনা কর ।
টীকা লেখ
১) অম্ল ও ক্ষার মাটি
২) মাটিতে পানির পরিমাণ নির্ণয়ের সূত্রটি উদাহরণসহ বোঝাও
৩) পরিচর্যাগত পদ্ধতিতে আগাছা দমন
৪) সমন্বিত বালাই ব্যবস্থাপনা ।
আরও দেখুন...