অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - সাক্রামেন্ত | NCTB BOOK
335

শূন্যস্থান পূরণ কর:

ক) যীশু রোগীদের সুস্থ করার দায়িত্ব অর্পণ করেছেন প্রতিষ্ঠিত ___ উপর ।

খ) রোগীলেপন সাক্রামেন্তের অপর নাম ___।

গ) যাজকত্ব ___ আনয়নে সক্ষম ।

ঘ) বিশপদের সেবাকর্মের দায়িত্ব অধীনস্থ শ্রেণির ___ উপর প্রদান করা হয়েছে।

ঙ) বিবাহ সাক্রামেন্ত গ্রহণের পূর্বে অবশ্যই ___ প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) তেল হচ্ছে প্রাচুর্য ওক) সত্যিকারে যাজক।
খ) রোগীলেপন তেলখ) প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন।
গ) বিশ্বাসীদের গোটা সমাজ‍ইগ) একটি পবিত্র বন্ধন ৷
ঘ) বিবাহবন্ধন হলোঘ) আনন্দের চিহ্ন।
ঙ) ঈশ্বর আমাদেরকে তাঁর নিজেরঙ) রোগীদের কপালে ও হাতে লেপন করা হয়।
 চ) মিলনের জন্য স্থাপিত হয়েছে।

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) কে রোগীলেপন সাক্রামেন্ত প্রদান করতে পারে?

খ) একজন যাজকের প্রধান কাজ কী? 

গ) বিবাহ সাক্রামেন্ত গ্রহণের পূর্বে কোন জিনিসটি যাচাই করা আবশ্যক? 

ঘ) বিবাহ সাক্রামেন্ত কারা প্রদান করতে পারে?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) রোগীলেপন সাক্রামেন্তের প্রধান কাজ কী ব্যাখ্যা কর। 

খ) যাজকবরণ সাক্রামেন্তের গুরুত্ব বর্ণনা কর । 

গ) বিবাহ সাক্রামেন্ত সম্পর্কে তোমার ধারণা কী?

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রাচীনকাল থেকে
প্রাচ্য মধ্যযুগ থেকে
মধ্যযুগ থেকে
বর্তমান যুগ থেকে

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...