শূন্যস্থান পূরণ কর
ক) বাংলাদেশে ___ বছরেরও আগে খ্রিষ্টমণ্ডলী স্থাপিত হয়েছে।
খ) তাই তারাও দেশের ___ রায় বদ্ধপরিকর।
গ) বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলী ___ দিকে জোর দিয়েছেন।
ঘ) তাঁরা দেশের বহুস্থানে ___ গড়ে তুলেছেন।
ঙ) খ্রিষ্টমণ্ডলী চিকিৎসাকেন্দ্রের ওপর অনেক ___ দিয়েছেন।
বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর
| ক) ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালও | ক) মাদকাসক্তি |
| খ) বর্তমান যুগের বড় একটা সমস্যা হলো | খ) কাজ করে যাচ্ছে। |
| গ) ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধে অনেক খ্রিষ্টান | গ) অনুসরণ করা হয় । |
| ঘ) খ্রিষ্টমণ্ডলী বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য | ঘ) খ্রিষ্টান মিশনারীদের দ্বারা স্থাপিত হয়েছিল। |
| ঙ) মণ্ডলী পরিচালিত সারা বাংলাদেশে | ঙ) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। |
| চ) ৪৮টি হাইস্কুল আছে। |
সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
ক) বাংলাদেশে কতোজন খ্রিষ্টান নার্স রয়েছে?
খ) যুব উন্নয়নের জন্য কারা কাজ করেন?
গ) ন্যায় ও শান্তির জন্য কী করা হয়?
ঘ) বাংলাদেশে খ্রিষ্টমণ্ডলী পরিচালিত মাদকাসক্তি কেন্দ্র দুইটির নাম কী ?
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
ক) আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলী কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?
খ) শিক্ষাসেবা ক্ষেত্রে খ্রিষ্টমণ্ডলীর অবদান কতোটুকু?
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
৫১০টি
৫১১টি
৫১২টি
৫১৩টি
১৩টি
১২টি
১১টি
১০টি
ঢাকা
দিনাজপুর
রাজশাহী
চট্টগ্রাম
ল্যাম হাসপাতাল
কুষ্ঠ হাসপাতাল
মালুমঘাট খ্রিষ্টান হাসপাতাল
মিশন হাসপাতাল
১২০ জনের অধিক
১২৫ জন
১৩০ জনের অধিক
১৩৫ জন
Read more