অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা - গৌতম বুদ্ধের শ্রাবকশিষ্য ও গৃহীশিষ্য | | NCTB BOOK
9
9

শূন্যস্থান পূরণ কর :

১. সে সময় পঞ্চবর্গীয় শিষ্যরা ___ দীক্ষা নেন ৷

২. মহিলা ভিক্ষুণীদের ___ বলা হতো ।

৩. বুদ্ধের মহাপরিনির্বাণের পরও আনন্দ ___ বছর জীবিত ছিলেন ।

৪. তাঁর দেহ নীল ___ মতো ছিল।

৫. সিদ্ধার্থ গৌতম ___ করে প্রথমে মগধে যান ৷

৬. তুমি এ নগরের ___ ঘুরে এস।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর :

বামডান

১. সে সময় পঞ্চবর্গীয় শিষ্যরা

২. তাই তিনি উপালিকে

৩. পচ্চেক বুদ্ধ তাদের

৪. একদিন শ্রেষ্ঠী সুমন

৫. এজন্য রাজা তাঁর নাম

৬. রাজা বিম্বিসার মহাকোশলের

১. রাজদর্শনে গেলেন ৷

২. আশীর্বাদ করলেন।

৩. রাখলেন ধনশ্রেষ্ঠী।

৪. কন্যাকে বিয়ে করেন।

৫. ভিক্ষুধর্মে দীক্ষা নেন ।

৬. সর্বপ্রথম প্রব্রজ্যা দেন।

৭. গৃহত্যাগ করেন ।

 

নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও :

১. দুইজন থের-থেরীর নাম লেখ । 

২. শ্রাবকশিষ্য কাকে বলে? 

৩. বুদ্ধের প্রধান সেবক কে ছিলেন? 

৪. পূর্ণিকা কোন বুদ্ধের সময় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন? 

৫. রাজা বিম্বিসার কার কন্যাকে বিয়ে করেন? 

৬. জীবক আয়ুর্বেদশাস্ত্র শিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

১. আনন্দ স্থবিরের জীবনী আলোচনা কর । 

২. অনুরুদ্ধ স্থবিরের পূর্বজন্মের কাহিনীটি বর্ণনা কর । 

৩. উৎপলবর্ণার সংসার ত্যাগের কারণ লেখ। তিনি কীভাবে সাধনায় সিদ্ধি লাভ করেন? 

৪. পূর্ণিকা কে ছিলেন? পূর্ণিকা ও উদকশুদ্ধিক ব্রাহ্মণের কথোপকথনের তাৎপর্য ব্যাখ্যা কর। 

৫. রাজা বিম্বিসারের জীবনী সংক্ষেপে আলোচনা কর। 

৬. চিকিৎসাশাস্ত্রে জীবকের ভূমিকা আলোচনা কর ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion