অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - ফ্রুট এন্ড ভেজিটেবল কাল্টিভেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
204

এক কথায় উত্তর 

১. রাউজাতের লাউ কোন দেশের? 

২. লাউ বীজ মাদা সার দেওয়ার কতদিন পর রোপণ করা উচিত? 

৩. লাউয়ের ১টি পুরুষ ফুল দিয়ে সাধারণত কয়টি স্ত্রী ফুলের পরাগায়ন করা যায়? 

৪. মিষ্টি : কুমড়া রোপণের মাদায় গর্ত কি আকারের করা ভাল ? 

৫. মিষ্টি কুমড়ার ব্যবহৃত বিষটোপ কতদিন পর পর বদলাতে হয় ? 

৬. বাসনিত এফ-১ চালকুমড়া কোন আকারের জাত ? 

৭. কুমড়া জাতীয় কোন সবজিতে দ্বি-লিঙ্গিক ফুল থাকে ? 

৮. উৎপাদনের সময় অনুসারে শশার জাত কয়টি ?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. লাউ চাষে সারের মাত্রা উল্লেখ কর। 

২. লাউয়ের পরাগাণ কিভাবে করা হয় তা বর্ণনা কর। 

৩. মিষ্টি কুমড়ার মাছি পোকা দমন কৌশল বর্ণনা কর। 

৪. চাল কুমড়ার যৌন অভিব্যক্তি ও যৌনরূপ সম্পর্কে ব্যাখ্যা দাও । 

৫. শশা চাষে জমি তৈরি ও সার প্রয়োগ সম্পর্কে লেখ।

রচনামূলক প্রশ্ন 

১. লাউ চাষে জমি তৈরি সার প্রয়োগ ও বীজ রোপণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর। 

২. মিষ্টি কুমড়া চাষে সারের মাত্রা, চারা রোপণ ও পরবর্তী পরিচর্যাসহ ১টি পোকা ও ১টি রোপণ দমন সম্পর্কে বর্ণনা কর । 

৩. চালকুমড়ার জাতসহ চারা রোপণ ও অন্তবর্তী পরিচর্যা এবং ফল ধারণে পরাগায়নের ভূমিকা বর্ণনা কর। 

৪. শশার চাষ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর

Content added By

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...