অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা - দশ আজ্ঞার অর্থ | NCTB BOOK
306

শূন্যস্থান পূরণ কর:

ক) দশ আজ্ঞার প্রথম তিনটি আজ্ঞা হলো প্রতি মানুষের ভালোবাসা সম্পর্কে।

খ) পিতামাতার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দিয়েছেন।

গ) পিতামাতাকে সম্মান করা আমাদের ও মানবিক দায়িত্ব।

ঘ) নরহত্যা করবে না এই আজ্ঞাটির মধ্য দিয়ে মানুষের জীবনের প্রতি দেখানো হয়েছে।

ঙ) পরীক্ষায় নকল করা সমান পাপ ।

 

বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর:

ক) আমাদের জীবনে পিতামাতার স্থানক) আমাদের শ্রদ্ধাশীল হতে হবে।
খ) আমরা সকলের জীবনের প্রতি শ্রদ্ধা দেখিয়েখ) নিষ্ঠুর ও ধ্বংসাত্মক হয় ৷
গ) ঈশ্বর আমাদের মধ্যেগ) ভালোবাসার আকাঙ্ক্ষা ও মিলনের ক্ষমতা দিয়েছেন।
ঘ) ব্যক্তি মালিকানা ও অন্যের সম্পদের প্রতি ঘ) শক্তি দিয়ে থাকেন।
ঙ) লোভের কারণে মানুষঙ) অতি গুরুত্বপূর্ণ।
 চ) নিজের জীবনকেই শ্রদ্ধা দেখাই ।

 

 

সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক। নরহত্যা সম্পর্কে ঈশ্বর কী বলেছেন? 

খ। চুরি বলতে কী বোঝ ? 

গ। আমরা কীভাবে মিথ্যাবাদী হই? 

ঘ। সততা বলতে কী বোঝ ? 

ঙ। দশ আজ্ঞা না মেনে চললে আমাদের জীবন কেমন হয়?

 

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক) পিতামাতাকে সম্মান করবে –এই আজ্ঞাটি ব্যাখ্যা করো ও সন্তানসুলভ দায়িত্বগুলো লেখ।

খ) মিথ্যা সাক্ষ্য দেবে না --আজ্ঞাটি ব্যাখ্যা কর।

গ) পরের দ্রব্যে লোভ করবে না – আজ্ঞাটি ব্যাখ্যা কর।

ঘ) দশ আজ্ঞা পালন করার সুফলগুলো লেখ ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তাঁদের সম্পত্তি রক্ষা করা
সবসময় তাদের সঙ্গে থাকা
তাঁদের বাধ্য থাকা
তাঁদের বৃদ্ধাশ্রমে রাখা
আলাদাভাবে জীবনযাপন করলে
অন্যের স্বামী বা স্ত্রীর প্রতি লোভ করলে
মিথ্যা কথা বললে
পরস্পরকে আঘাত করলে
নিয়মিত প্রার্থনা করলে
ভালো সম্পর্ক গড়ে তুললে
ভালো ভালো উপদেশ শুনলে
অন্যকে ভালো পরামর্শ দিলে
পরিবেশ নষ্ট হয়
আমরা অন্যায় কাজ করি
মানুষের সাথে দূরত্ব বাড়ে
ঈশ্বরের সাথে দূরত্ব বাড়ে
ঈশ্বর ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক
সমাজ ও পরিবারে শান্তি
মণ্ডলীর অগ্রগতি ও উন্নতি
ব্যক্তিজীবনের উন্নতি

Read more

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...