আইকনের সাহায্যে অটোক্যাড চালুকরার পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
2

আইকনের সাহায্যে অটোক্যাড চালুকরার পদ্ধতি নিম্নে আলোচনা করা হল। এই ক্ষেত্রে Auto CAD Mechanical-2023 বেছে নেয়া হয়েছে যদিও প্রায় সকল ভারশনের চালুকরার পদ্ধতি একি রকম।

প্রথমেই কম্পিইটার স্কিন থেকে Auto CAD Mechanical - 2023 আইকনে ক্লিক করে মূল পেইজে প্রবেশ করতে হবে। মূল পেইজে প্রবেশ করলে Start Drawingঅপসনটি দেখতে পাবে। এবার Start Drawing অপসনটিতে ক্লিক রলে Auto CAD এর মূল ইন্টার পেইজটি চলে আসবে । মূল ইন্টার পেইজটিতে প্রবেশ করার পর কিছু গ্রীড লাইন দেখা যাবে সেগুলি রিমোভ করে দিতে হবে।

Auto CADএর এই পেইজ টি এখনও কাজ করার উপযোগী নয়, এটিকে কাজ করা উপযোগী করতে হলে কোন Unit ও কোনDrawing Style এ কাজ করবে তা ঠিক করে নিতে হবে। এটিকে বলে Page Satup | Auto CAD এ ড্রয়িং শুরু করার আগে Page Satup এর কাজটি করে নিতে হয়।

 

 

Content added || updated By
Promotion