আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন— তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান।
প্রশ্ন : আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে ?
কাজ : আর্দ্রতা ও বৃষ্টিপাত
কী করতে হবে :
১. নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ করি।
২. বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি।
৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি।
মাসিক গড় বৃষ্টিপাত (মিলিমিটার) | মাসিক গড় আর্দ্রতা (%) | |
---|---|---|
জানুয়ারি | ৮ | ৫৪ |
ফেব্রুয়ারি | ৩২ | ৪৯ |
মার্চ | ৬১ | ৪৫ |
এপ্রিল | ১৩৭ | ৫৫ |
মে | ২৪৫ | ৭২ |
জুন | ৩১৫ | ৭৯ |
জুলাই | ৩২৯ | ৭৯ |
আগস্ট | ৩৩৭ | ৭৮ |
সেপ্টেম্বর | ২৪৮ | ৭৮ |
অক্টোবর | ১৩৪ | ৭২ |
নভেম্বর | ২৪ | ৬৬ |
ডিসেম্বর | ৫ | ৬৩ |
আর্দ্রতা হলো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে।
Read more