আমি হব
কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি।
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগে
উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমো এখন' -
বলব আমি, 'আলসে মেয়ে!
ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল- তাই বলে কি
মা বলবেন রেগে!
সকাল হবে না কো!
আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে!'
(সংক্ষেপিত)
শব্দ শিখি
কুসুম-বাগ - ফুলবাগান
সুয্যি - সূর্য
আলসে - অলস
রাত পোহানো - রাত শেষ হওয়া
কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি
আমি হব . . . . . . . . . . . . বেলার পাখি।
সবার আগে. . . . . . . . . . . . . .. . উঠব আমি ডাকি।
. . . . . . . . . . . . . . . . মামা জাগার আগে উঠব আমি জেগে,
'হয়নি সকাল,. . . . . . . . . . . .. . এখন' - মা বলবেন রেগে!
বিপরীত শব্দ শিখি
সকাল বিকাল
রাত দিন
জাগা ঘুমানো
অলস পরিশ্রমী
আগে পরে
রাগ খুশি
কবিতাটি না দেখে বলি ও লিখি।
কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি
আমি সকালে ঘুম থেকে উঠি।
আমরা ভাত খাই।
তুমি একটা কবিতা বলো।
তোমরা মাঠে বল খেলছো।
সে বই পড়ছে।
তারা স্কুলে গিয়েছে।
বলি ও লিখি
খোকা কী হতে চায়?
কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়?
খোকা কাকে 'আলসে মেয়ে' বলেছে?
তুমি কখন ঘুম থেকে ওঠো?
ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি
|
Read more