একটি আবাসিক ইমারতের শয়ন কক্ষের আসবাব সজ্জা অটোক্যাডে অঙ্কন

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

যন্ত্রপাতি ও মালামালঃ কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)। [পরবর্তী প্রতিটি ব্যবহারিকে একই হবে।]

অঙ্কন প্রনালি: অটোক্যাডে একটি আবাসিক ইমারতের শয়ন কক্ষের আসবার সজ্জা অঙ্কনের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

চিত্র-১.১.১ : শয়ন কক্ষটিতে আসবাব সজ্জা করতে হবে

প্রথমে অটোক্যাডের লাইন, অফসেট, ট্রিম, সারকেল (Circle) কমান্ডের সাহায্যে শয়ন কক্ষটি এঁকে নিতে হবে

Command: স্ট্যান্ডার্ড টুল বারের আইকন এ ক্লিক করে, বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটি (চিত্র ১.১.২) আসবে

  • ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটির বামদিকে ফোল্ডার এ ক্লিক করলে অনেকগুলো ফোল্ডার এর মধ্যে ডিজাইন সেন্টার নামে একটি ফোল্ডার দেখাবে
  • ডিজাইন সেন্টার ফোল্ডারটিতে ক্লিক করলে বিভিন্ন ফোল্ডার অপশন দেখাবে, যেমন- Electrical Power, Fastener-Metric.dwg, Home-Space Planner.dwg, House Designer.dwg, ইত্যাদি।
  • এখন থেকে Home Space Planner. dwg. এ ক্লিক করে, আবার ব্লকস (Blocks) এ ক্লিক করতে হবে।

চিত্র-১.১.২ ডিজাইন সেন্টার ডায়লগ বক্স

  • এতে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ডানদিকে বিভিন্ন আসবাব এর প্রতীক দেখাবে (চিত্র-১.১.৩)।
  • এখন যে প্রতীকটি প্রয়োজন সেটি ধরে এনে বা মাউস প্রতীকটিতে ক্লিক করে চাপ দিয়ে ধরে (Drag) এনে ড্রয়িং এরিয়াতে ছেড়ে দিলে প্রতীকটি ড্রয়িং-এ চলে আসবে।

চিত্র-১.১.৩: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ডানে বিভিন্ন আসবাব-এর প্রতীক

  • বারবার প্রতীক জানার সুবিধার জন্য ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটিকে ড্রয়িং এরিয়ার ডানদিকে রেখে দিলে কাজ করার সুবিধা হবে (চিত্র-১.১.৪)।
  • এবার বেডরুমের আসবার যেমন-বেড, কেবিনেট বা আলমিরা, ওয়্যারড্রোব, চেয়ার ইত্যাদি যেই আসবাব দরকার সেটির প্রতীকটিকে ধরে রুমে এনে বসাতে হবে।
  • এবার প্রয়োজন হলে ফেল ছোটো বড় করে বা রোটেট করে আসবাবকে সঠিক আকারে ও দিকে ঘুরিয়ে বসাতে হবে।
  • এভাবে পছন্দ অনুযায়ী যে কোনো ফার্নিচার বা আসবাব এনে বসানো যায়।
Content added By

আরও দেখুন...

Promotion