ওয়েন্ডিং জোড়ের বৈশিষ্ট্য

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ওয়েন্ডিং জোড়ের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞাত হওয়া : যে ধাতুকে শুয়েন্ড করা হচ্ছে তার পুরুত্ব গুণাগুণ এবং কোন কাজে জোড়াটি ব্যবহৃত হবে তার উপর ভিত্তি করে জোড়া নির্বাচন করতে হয়। 

Content added By

ওয়েড জোড়ের শ্রেণিবিন্যাস

ওয়েন্ডিং এর প্রধান প্রধান জোড়গুলিকে নিজের শ্রেণিতে ভাগ করা যায়।

১. জোড়া (Butt Joint)

(ক) স্কয়ার এজবাট জোড়া (Square edge butt joint) 

(খ) একটি ডি সহ ৰাট জোড়া ( Single V Butt joint) 

(গ) ডবল ভি সহ ৰাট জোড়া (Double V Butt joint) 

(ঘ) একটি 'ইউ বাট জোড়া (Single U Butt joint) 

(ঙ) ভবন ইউ সহ বাট জোড়া (Double U Butt joint)

২. ল্যাপ জোড়া (Lap joint)

(ক) একটি ফিলেটসহ ল্যাপ জোড়া (Single Fillet Lap joint) 

(খ) ডবল ফিলেটসহ ল্যাপ জোড়া (Double Fillet Lap joint) 

(গ) পাগ জোড়া (Plug Joint)

(ঘ) “টি” জোড়া (T Joint)

(ঙ) কর্নার জোড়া (Corner Joint)

(চ) এজ জোড়া (Bdge Joint) 

 

(১) বাট জোড়া

(ক) স্কয়ার এজবাট জোড়া

চিত্র: ৯.১ স্কয়ার এজবাট জোড়া 

Content added || updated By

ওয়েক জোড় শনাক্তকরণ

Please, contribute by adding content to ওয়েক জোড় শনাক্তকরণ.
Content

বিভিন্ন প্রকার ওয়েন্ড জোড়ের প্রয়োগক্ষেত্র

১। এটি জোড়
একই সমতলে রেখে দুইটি পাত বা যন্ত্রাংশের ফেসে ওয়েন্ডিং করা হয়। পার্শ্বদেশ প্রস্তুতি অনুসারে এদের নাম বিভিন্ন হয়।

(ক) স্কয়ার বাট জোড়া কোনরূপ পার্শ্বদেশ প্রস্তুতি ছাড়া দুইটি পেটকে জোড়া দেওয়া হয়। ১.৬ মিলিমিটার পুরু হতে ৬ মিলিমিট পুরু পর্যন্ত পাতলা শিট এই পদ্ধতিতে ওয়েন্ডিং করা যায়।

চিত্রঃ ৯.১২ স্কয়ার বাট জোড়া 

(খ) সিঙ্গেল ভি ৰটি ফোড়াও ৬ মিলিমিটারের বেশি কিন্তু ২০ মিলিমিটারের কম গুরুত্বের ধাতুকে ওয়েল্ডিং করতে এ জোড়া ব্যবহার উচিত। জোড়ার মাপ কেমন হবে তা চিত্রে দেখান হলো।

চিত্র: ১.১৩ সিসেল ভি ঘাট মোড়া

(গ) ডবল ডি বাট জোড়াও যে কোন ধরনের বল প্রয়োগের ক্ষেত্রে এ জোড়া তৈরি করা চলে। সাধারণত ১৯ হতে ৪৫ মিলিমিটার পুরু থাকে ওয়েন্ডিং করতে এ জোড়া খুব উপযুক্ত।

চিত্র: ৯.১৪ ডবল ভি বাট জোড়া

(খ) সিসেল ইউ বাটজোড়াঃ ১২ মিলিমিটার হতে ১৯ মিলিমিটার পর্যন্ত গুরুত্বের ধাতুকে ওয়েন্ড করতে এ জোড়া ব্যবহৃত হয়। বয়লারের পেট ওয়েল্ডিং করতে এ ধরনের জোড়া বেশি ব্যবহৃত হয়। চিত্র অনুসারে জোড়াস্থান তৈরি করতে হয়।

চিত্র: ৯.১৫ সিঙ্গেল ইউ বাট ঘোড়া

(১) ডবল 'ইউ' সহ বাট জোড়া ১৯ মিলিমিটার হতে যে কোন গুরুত্বেও ধাতু ওয়েল্ডিং করতে এ জোড়া তৈরি করা হয়। এটিও বয়লার বা প্রেসার ভেসেল ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয়। অর্থাৎ যেখানে জোড়াকে অধিক ফল প্রতিরোধ করতে হবে, সেখানে এই ধরনের জোড়া ব্যবহার করা যাবে। জোড়া নিচের মাপ অনুসারে তৈরি করতে হয়।

চিত্র: ১.১৬ ডবল 'ইউ' সহ বাট লোড়া

(২) ল্যাপ ঘোড়াঃ একটি পাতের উপর একটি পাত রেখে এ জোড়া তৈরি করা হয়। পার্শ্বদেশ প্রস্তুতির কোন পরিশ্রম এ জোড় ভেরির জন্য করতে হয় না।

(ক) সিসেল কিনটসহ ল্যাপ জোড়ঃ ১২ মিলিমিটার পর্যন্ত পুরুত্বের পাতকে সফলভাবে এ জোড়া দেওয়া যায়।

চিত্র: ৯.১৭ ল্যাপ গোড়া

(খ) ভবন ফিলেটসহ ন্যাপ জোড়ার সিমেল ফিলেটের চেয়ে বেশি বল বহন করতে পারে।

চিত্র ১.১৮ অল ফিলেট

(৩) টি জোড়াঃ একটি পাতের উপর আর একটি পাভ ৯০° বরাবর স্থাপন করে এ জোড় তৈরি করা হয়। ১ মিলিমিটার পুরুত্বের ধাতু অভ্যন্ত সুন্দরভাবে এ পদ্ধতিকে জোড়া দেওয়া যায়। এ ধরনের জোড়ায় শুধু একদিকে ওয়েল্ড করা হয়, তবে এ জোড়া বেজিং বা প্রতিরোধ করতে পারে না। যদি উত্তর দিক ওরেন্স করা যায় তবে সে জোড়া, শক্তিশালী হয় এবং মোচড় ও বেজিং বল প্রতিরোধ করতে পারে। ২৪ মিলিমিটার  গুরুত্বেও পাতের 'টি' জোড়া তৈরি করতে হলে ভবন 'ভি' 'টি' জোড় তৈরি করতে হয়।  

চিত্র: ৯.১১ 'টি' জোড়া

(৪) কর্ণার জোড়া সাধারণত পাতলা শিট মেটালকে জোড়া দিতে এ জোড়া তৈরি করা যায়। ১২ গেঞ্জি মিট পর্যন্ত কর্নার জোড়া তৈরি করার উপযুক্ত, তবে এ জোড়া ৰেন্ডিং ফল খুব কম প্রতিরোধ করতে পারে।

চিত্র: ৯.২০ ফর্মার গোড়া 

(৫) এল দোয়া ও ৬ মিলিমিটার বা তার চেয়ে কম পুরুত্বেও ধাতুকে ধরেন্ডিং করতে এ মোড়া উপযুক্ত। এ জোড়ার পেনিট্রেশন খুব ভালো হয় না। তাই জোড়ার শক্তিও কম হয়।

চিত্র: ৯.২১ এজ জোড়া 

Content added || updated By

প্রশ্নমালা-১১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ডবল 'ইউ' জোড়া কখন অধিক উপযুক্ত?

২। এজজোড়া কোন পুরুত্বের ধাতুকে ওয়েল্ডিং করতে এ জোড়া উপযুক্ত?

৩। পার্শ্বদেশ প্রস্তুতির পরিশ্রম কোন জোড়ার জন্য করতে হয় না?

সংক্ষিপ্ত প্রশ্ন

৪। দশটি ওয়েল্ডিং প্রতীক অঙ্কন করে ঐগুলোর পার্শ্বে ওয়েল্ডিং নাম লেখ। 

৫। ওয়েল্ডিং স্থান দেখিয়ে কীভাবে ওয়েন্ডিং সিম্বল লেখা হয়? ৫টি উদাহরণ দাও।

৬। M.C.G দিয়ে কী বোঝান হয়?

রচনামূলক প্রশ্ন

৭। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ওয়েল্ডিং জোড় নির্বাচন করা হয়?

৮। ওয়েল্ডিং জোড়ার শ্রেণি বিভাগ কর এবং বিভিন্ন জোড়াগুলির নাম লেখ।

৯। বিভিন্ন শ্রেণির ওয়েন্ডিং জোড়াগুলোর চিত্র অঙ্কন করে নাম লেখ।

১০। স্কয়ার বাটজোড়া কোন ধরনের ওয়ার্কশপ এর জন্য উপযুক্ত এবং এ ধরনের জোড়ার সুবিধা কী?

১১। কোন ধরনের ওয়ার্ক পিসের জন্য সিঙ্গেল 'ভি' জোড়া উপযুক্ত একটি সিঙ্গেল 'ভি' জোড়ার চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের মাপ দেখাও ।

১২। কীভাবে 'টি' জোড়া তৈরি করা হয়? মোচড় বল প্রতিরোধ করতে কীভাবে 'টি' জোড়া তৈরি করতে হয়?

১৩। কোন ধরনের ওয়ার্ক পিসের জন্য 'এজ' জোড়া অধিক উপযুক্ত?

১৪। দুইখণ্ড ধাতুর পুরুত্বঃ 

১ম ক্ষেত্রে ১৪ মিলিমিটার

২য় ক্ষেত্রে ২২ মিলিমিটার

৩য় ক্ষেত্রে ৫ মিলিমিটার

৪র্থ ক্ষেত্রে ৪২ মিলিমিটার

কোন ক্ষেত্রে কোন ধরনের জোড়া তৈরি করবে?

Content added || updated By
Promotion