ওয়েল্ডিং ট্রেড (প্রথম অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
317
317
Please, contribute by adding content to ওয়েল্ডিং ট্রেড.
Content

ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য (১.১)

195
195

শিল্প কারখানায় উৎপাদন করতে হলে প্রয়োজন ধাতুকে জোড়া দেওয়া। এতে অত্যন্ত সহজ ও মজবুত জোড়ের সৃষ্টি হয়। ওয়েল্ডিং আবিষ্কারের পূর্বে রিভেটের সাহায্যে এ জোড়া দেওয়া হতো। বর্তমানে প্রায় সকল ধাতু এমন কী প্লাস্টিক ও ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হচ্ছে। যে ওয়েল্ডিং করে তাকে বলা হয় ওয়েল্ডার। দেশ এবং বিদেশের সকল শিল্প কারখানাতে ওয়েল্ডারের ভালো চাহিদা আছে। ওয়েল্ডিং ট্রেডের মূল উদ্দেশ্য হলো ওয়েন্ডার তৈরি করা। এই ট্রেডের কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী উচ্চতর শিক্ষা লাভ করে শিল্প কারখানায় দক্ষ কারিগর এমনকি প্রকৌশলী হিসেবে দেশের শিল্পায়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।

চিত্র : ১.১ (ক) ওয়েল্ডিং ট্রেড

  • এই ট্রেড শেষ করার পর একজন নবীন ওয়েল্ডার
  • ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি চিনতে পারবে।
  •  ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে পারবে।
  •  ওয়েল্ডিং করতে পারবে।
  • ওয়েল্ডিং-এর দোষ-ত্রুটি শনাক্ত করতে পারবে এবং ত্রুটিগুলোর প্রতিকার জানবে। 
  •  ওয়েল্ডিং এ ব্যবহৃত ধাতুগুলো চিনতে পারবে।

চিত্র : ১.১ (খ) ওয়েল্ডিং পদ্ধতি 

Content added By

এর কর্মক্ষেত্র উল্লেখ করতে পারা (১.২)

109
109

ওরেন্ডার-এর সম্ভাব্য কর্মক্ষোে হলো :

চিত্র ১.২ (ক) স্ট্রাকচারাল শিল্প 

চিত্র : ১.২ (খ) ধাতব আসবাবপত্র তৈরি শিল্প

চিত্র ১.২ (গ) ঘটর গাড়ি তৈরির শিল্প

চিত্র: ১.২ (ঘ) পাইপ লাইন তৈরির কাজ

চিত্র: ১.২ (ঙ) উড়োজাহাজ তৈরির শিল্প 

চিত্র : ১.২ (চ) নভোযান তৈরির শিল্প

চিত্র : ১.২ (ছ) জাহাজ শিল্প 

চিত্র : ১.২ (জ) রেলওয়ে প্রতিষ্ঠান

চিত্র : ১.২ (ঝ) ভারী যন্ত্রপাতি তৈরির শিল্প

এছাড়াও ওয়েল্ডার-এর সম্ভাব্য নিম্নরূপ কর্মক্ষেত্রগুলো হয়ে থাকে। যেমন :

  •  খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প
  •  সাবান এবং প্রসাধনী শিল্প
  • ঔষধ শিল্প
  •  বস্ত্র শিল্প
  • সার শিল্প
  • পাট শিল্প
  • মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করার কারখানা (ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ) • ইলেকট্রনিক্স শিল্প, ইত্যাদি।

ওয়েল্ডিং পদ্ধতি যেহেতু নির্মাণ ছাড়াও মেরামতির জন্য ও প্রয়োজনীয়, সুতরাং সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানই একজন ওয়েল্ডারের কর্মক্ষেত্র হতে পারে, তবে স্ব-উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ ওয়েল্ডিং ট্রেড সম্পন্নকারী শিক্ষার্থীদের খুব বেশি, কারণ এতে পুঁজি কম লাগে এবং এটি একটি লাভজনক ব্যবসাও বটে। শুধু আত্মকর্মসংস্থান এর ব্রত নিয়ে এগিয়ে আসতে হবে। 

Content added By

ওয়েন্ডিং ট্রেডের গুরুত্ব (১.৩)

100
100

কোন কিছু তৈরি করতে হলে প্রথমেই ভাবতে হবে তার জোড়া দেওয়ার কথা, কারণ জোড়া ছাড়া অধিকাংশ ক্ষেত্রে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ উৎপাদন করা যায় না। শিল্পক্ষেত্রে যত প্রকারের জোড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে ওয়েল্ডিং তাদের মধ্যে অন্যতম। এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে ধাতুকে স্থায়ী ভাবে জোড়া লাগানোর জন্য ওয়েন্ডিং ব্যবস্থা নেই। সকল প্রকার নির্মাণ এবং মেরামতের কারখানায় এট্রেডের প্রয়োজনীয়তা অপরিহার্য বিধায় এ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজের ধারণা ও কাজগুলো সম্পাদনের নিয়ম জানা থাকা অতীব প্রয়োজন ।
যেমন :

  • ওয়েন্ডিং ট্রেডের তাত্ত্বিক বিষয় ।
  • বিজ্ঞান ।
  • ধাতুর গুণাগুণ সম্পর্কে জ্ঞান ।
  • তড়িৎকৌশল (ইলেকট্রিক্যাল) বিষয় সম্পর্কেও কিছুটা বেসিক জ্ঞান।
  • ওয়েল্ডারের ব্যবহারিক বিষয় সম্পর্কে জ্ঞান : ওয়েল্ডিং করার দক্ষতা ।
  • ফাইলিং করা (ফাইল বা রেত দিয়ে ধাতু ক্ষয় করা )
  • হ্যাকস দিয়ে ধাতু কর্তন করা।
  • চিপিং করা (বাটালি এবং হাতুড়ির সাহায্যে ধাতু কাটা)
  •  ড্রিলিং করা (ড্রিল মেশিনে ধাতুর পৃষ্ঠে ছিদ্র করা)
  • মাপন যন্ত্রের ব্যবহার করা
  • গ্রাইন্ডিং করা

ফাইলিং করা (ফাইল বা রেড দিয়ে ধাতু ক্ষয় করা)

হ্যাকস দিয়ে ধাতু কর্তন করা

উপরিউক্ত কাজগুলোর উপর গুরেন্ডারের দক্ষতা থাকা অতি প্রয়োজন কারণ ওয়ার্কশপে একজন ওয়েন্ডারকে ওয়েন্ডিং করা ছাড়াও এই কাজগুলো বিভিন্ন প্রয়োজনে করতে হয়।

Content added By

প্রশ্নমালা-১

128
128

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ওয়েল্ডিং কী?

২। ওয়েন্ডার কাকে বলে ?

৩। কোন বস্তু নির্মাণ ছাড়াও ওয়েল্ডিং আর কোন কাজে ব্যবহৃত হয় ?

৪। স্ট্রাকাচারাল শিল্পে কী কাজ করা হয় ?

৫। স্ব-উদ্যোগে কর্মসংস্থানে ওয়েল্ডিং টেড্রের ছাত্রদের সুযোগ বেশি কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন

৬। ওয়েল্ডিং ট্রেড সম্পন্ন করার পর একজন নবীন ওয়েল্ডার কী কী কাজ করতে পারবে?

৭। একজন ভালো ওয়েল্ডারের কোন কোন তাত্ত্বিক বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন? 

৮। একজন ভালো ওয়েল্ডারের কোন কোন ব্যবহারিক বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন?

৯। ওয়েল্ডিং করে তৈরি করা যায় এমন ০৪ (চার)টি গৃহে ব্যবহৃত আসবাবপত্রের নাম লেখ।

১০। ওয়েল্ডিং ট্রেডের গুরুত্ব এত বেশি কেন ?

রচনামূলক প্রশ্ন

১১। ওয়েল্ডিং ট্রেড শেষ করার পর একজন নবীন ওয়েল্ডার কোন কোন শিল্প কারখানায় চাকুরি পেতে

১২। ওয়েল্ডিং ট্রেডের গুরুত্ব বর্ণনা কর।

১৩। ওয়েল্ডার-এর সম্ভাব্য কর্মক্ষেত্রগুলো বিবৃত কর।

১৪। ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য উল্লেখ কর।

Content added || updated By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;