রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১

কার এয়ার কন্ডিশনারের কাচ সাইক্লিং সুইচ টেস্ট করে পুনঃস্থাপন বা পরিবর্তনকরণ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদন্ড

  • ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সমূহ পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় মেজারিং টুলস সংগ্রহ করা
  • মেজারিং ইনট্রুমেন্ট সমূহকে প্রয়োজন অনুসারে ক্যালিব্রেট করা
  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো বিধি মোতাবেক পরীক্ষা করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস্, ইকুইপমেন্টস ও মেশিন)

 

গ) প্রয়োজনীয় মালামাল ( Raw Materials)

(ঘ) কাজের ধারা

১.মালামালের তালিকা অনুযায়ী প্রথমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করো । 

২. মালামালের তালিকা অনুযায়ী নিরাপত্তা সরঞ্জাম (PPE) সংগ্রহ ও পরিধান করো । 

৩. গাড়ির বনেট খুলে লো প্রেশার সাইক্লিং সুইচের ক্যাবল কানেকশন বিচ্ছিন্ন করো । 

৪. ক্যাবল কানেকশনের প্লাগ পয়েন্ট দু'টিতে একটি ইন্সুলেশন যুক্ত বৈদ্যুতিক তার দিয়ে শর্ট করো ।

৫. এবার কার স্টার্ট করে এসির সুইচ অন করো। কম্প্রেসরের ক্লাচ সংযোগ না পেলে বুঝতে হবে সাইক্লিং সুইচটি নষ্ট। 

৬. সুইচটি পুনঃস্থাপন করো । 

৭. সব বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন করে কার এসি চালিরে কার্যকারিতা পর্যবেক্ষণ করো। 

৮. যন্ত্রপাতি পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখ। ১. ওয়ার্কশপ পরিষ্কার করো।

কাজের সতর্কতা

  • কাজ করার সমর অব্যশই PPE পরিধান করতে হবে
  • সঠিক ভাবে টুলসের ব্যবহার নিশ্চিত হতে হবে 
  • কাজের সময় অমনোযোগী হওয়া যাবে না।
  • যদি বুঝতে সমস্যা হয় তবে শিক্ষকের সহায়তা নিতে হবে
  • শিক্ষকের অনুমতি ছাড়া অন্য কোন কাজ করা যাবে না

আত্মপ্রতিফলন 

কার এয়ার কন্ডিশনার এর ক্লাচ সাইক্লিং সুইচ টেস্ট করে পরিবর্তন করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

Content added By
Promotion