কোয়েল পালনের সুবিধা

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

কোয়েল পালনের সুবিধা:

১. কোয়েল দ্রুত বর্ধনশীল । 

২. অল্প বয়সে যৌন পরিপক্বতা লাভ করে। মাত্র ৬-৭ সপ্তাহে ডিম পাড়া শুরু করে।

৩. সঠিক যত্ন এবং ব্যবস্থাপনায় বছরে ২৫০-২৬০ টি ডিম পাড়ে।

৪. ডিমে কোলেস্টেরল কম। 

৫. ডিমে প্রোটিনের ভাগ বেশি । 

৬. অন্যান্য পোল্ট্রির দৈহিক ওজনের তুলনায় কোয়েলের ডিমের শতকরা ওজন বেশি। 

৭. ৮-১০টা কোয়েল একটি মুরগির জায়গায় পালন করা যায়। 

৮. মাত্র ১৭-১৮ দিনে কোয়েলের ডিম ফুটে বাচ্চা বের হয়। 

৯. রোগ খুবই কম হয় ।

১০.বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের উপযোগী। 

১১. খাবার খুবই কম লাগে । 

১২. অল্প পুঁজি বিনিয়োগ করে অল্প দিনে বেশি লাভ করা যায় ।

 

শ্রেণির তাত্ত্বিক কাজ

  • কোয়েল পালনের জনপ্রিয় দেশ সমূহের নাম লেখ। 
  • জাপানিজ কোয়েলটি পৃথিবীর বিভিন্ন স্থানে কী নামে পরিচিত ?

 

 

Content added By
Promotion