গ্যাস ওয়েন্ডিং-একিদার মেটালের ব্যবহার

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
1
Please, contribute by adding content to গ্যাস ওয়েন্ডিং-একিদার মেটালের ব্যবহার.
Content

ফিলার মেটালের শ্রেণিবিন্যাস

0
  • ওয়েল্ডিং, সোল্ডারিং ও ব্রেজিং করার সময় যে অতিরিক্ত যা ব্যবহৃত হয় তাই কিলার মেটাল নামে পৰিচিত। যে ক্ষেত্রে শুধু মূল ধাতু জোড়া দেওয়া সম্ভব নয়, সে ক্ষেত্রে কিপার মেটাল ব্যবহৃত হয়। তবে ফিলার মেটাল প্রয়োগের কৌশল, প্রকার ও বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে ওয়েন্ডারের জ্ঞান থাকা দরকার। 
  • ওয়েল্ডিং, ব্রেজিং এবং সোল্ডারিং করার সময় ব্যবহৃত অতিরিক্ত ধাতু সাধারণত নিম্নলিখিত ধরনের ফিলার মেটাল হিসেবে পাওয়া যায়।  
  • ফ্লাক্সের আবরণ বিশিষ্ট কিলার রঙ যা ইলেকট্রোড হিসেবে বহুল পরিচিত। 

  • জড়ানো তারের আকৃতি ফিগার মেটাল বা সোল্ডারিং কাজে ব্যবহৃত হয়। 

শিটের কাটা কালির ফিলার মেটাল। 

 

Content added By

রকমারি ফিলার মেটালের বর্ণনা

0

ফ্লাক্সের আবরণ বিশিষ্ট ফিলার রড : 

  • এ রড বিভিন্ন জাতীয় ফ্লাক্স দ্বারা আবৃত থাকে। এ জাতীয় ফিলার রড আর্ক ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। এ জাতীয় ইলেকট্রোড সাধারণত সেলুলোজ এসিড, রুটাইল, অক্সিডাইজিং, বেসিক ইত্যাদি ধরনের হয়ে থাকে। আবরণের উপাদানের বৈশিষ্ট্যের উপর ইলেকট্রোডের শ্রেণি বিন্যাস করা হয়।

দাকৃতির ফিলার রডঃ

  • এ জাতীয় ফিলার রড বিভিন্ন ধাতুর হয়ে থাকে, সরু থেকে পুরু হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন আকার আকৃতির ফিলার মেটাল বাজারজাত করে থাকে।

তারের কুণ্ডলী আকারের ফিলার রডঃ

  • অনেক তার একত্রে কুণ্ডলীর মতো হুইল বা ঢাকাতে জড়ানো থাকে, যা ব্যবহারের সময় ঢাকা থেকে ঘুরতে ঘুরতে বেরিয়ে আসে। আমাদের দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে এ জাতীয় কুণ্ডলী দীর্ঘ দিন অব্যবহৃত অবস্থায় রাখা হলে মরিচা পড়ে, ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ জাতীয় কুণ্ডলীতে মাইন্ড স্টিলের উপর কপারের হালকা আবরণ দেয়া থাকে যাতে তারের উপর মরিচা না পড়ে।
  •  বাণিজ্যিক কোম্পানিগুলো প্রত্যেক ধরনের রডের সিলিকনের পরিমাণ শনাক্ত করার জন্য রং এর কোড ব্যবহার করে থাকে। রড এর প্রান্তে রং কোড করা হয়ে থাকে। 
  • এছাড়াও বিভিন্ন ধরনে শিট কেটে, শিটের ছোট ছোট পাত কিলার মেটাল হিসেবে বাজারজাত করা হয়ে থাকে।  
  • বাণিজ্যিক শিটের পাত বা রঙের বিকল্প হিসেবে শিটের ছোট ছোট ফালি কেটে নেওয়া যেতে পারে।

 রকমারি ফিলার মেটালের বর্ণনাঃ

  • ফিলার মেটাল সাধারণত সোল্ডারিং, ব্রেজিং এবং ওয়েন্ডিং করার সময় ব্যবহৃত অতিরিক্ত ধাতু, রকমারি ফিলার রডের ব্যবহার নিম্নে বর্ণনা করা হলোঃ
  • ফ্লাক্সের আবরণ বিশিষ্ট রড যা ইলেকট্রোড হিসেবে অধিক পরিচিত। এ ইলেকট্রোডের প্যাকেট বা ইলেকট্রোডের আবরণ ছাড়া অংশে রং এর কোড দেওয়া থাকে। ওয়েন্ডার উক্ত রং এর কোড দেখে এর ব্যবহার বুঝতে পারে। এর রং এর কোড তার আবরণের যৌগের উপর ভিত্তি করে হয়ে থাকে। 

দণ্ডাকৃতির ফিলার :

বিভিন্ন সাইজ এবং মাপের হয়ে থাকে। এটি সাধারণত গ্যাস ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। দণ্ডাকৃতি রডের মুখে রং এর কোড থাকে। রং এর কোড দ্বারা বুঝা যায় এটি কোন ধাতুর মূল ধাতু এবং ফিলার রড সমজাতীয় হতে হয়।

  • জড়ানো তারের আকৃতির ফিলার মেটাল সোল্ডারিং কাজে ব্যবহৃত হয়।
  • মিগ ওয়েল্ডিং বা স্বয়ংক্রিয় মেশিনের জন্য কুণ্ডলী আকৃতির ফিলার মেটাল ব্যবহার করা হয়। এতে সুবিধা হলো বার বার ফিলার মেটাল বদলাতে হয় না। এতে অল্প সময়ে অধিক পরিমাণের ধাতু জোড়া দেওয়া সম্ভব। এ ফিলার রড ব্যবহারে ওয়েল্ডিং এর গুণ, মান ও পরিমাণ সবই পাওয়া যায় ।
  • রকমারি ফিলার, বাণিজ্যিক রডের বিকল্প হিসেবে শিটের ফালি ধাতু- জোড়ের ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। ফিলার মেটাল ব্যবহারে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। জোড়স্থান ভালোভাবে পরিষ্কার করতে হয়। ধাতুর পাতের উপরিভাগের আবরণ পরিষ্কার করতে হয়। ওয়্যার ব্রাশ বা এমারি ক্লথ দিয়ে পরিষ্কার করে। 
Content added By

প্রশ্নমালা-১০

0

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। গ্যাস ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহারের গুরুত্ব উল্লেখ কর।

২। ফিলার মেটালের শ্রেণি বিন্যাস কর।

৩। রকমারি ফিলার মেটালের বর্ণনা দাও।

৪। রকমারি ফিলার মেটালের ব্যবহার বর্ণনা কর।
 

রচনামূলক প্রশ্নঃ

৫। দণ্ডাকৃতি ফিলার রড বলতে কী বোঝায়? এ ধরনের ফিলার রড ব্যবহারের সুবিধাসমূহ উল্লেখ কর।

৬। ফ্লাক্স ও আবরণ বিশিষ্ট ফিলার রড ও দণ্ডাকৃতি ফিলার রডের তুলনামূলক আলোচনা কর ।

৭। বাণিজ্যিক রডের বিপরীতে শিটের কালি ব্যবহারের গুরুত্ব উল্লেখ কর।

Content added By
Promotion