শিটের কাটা কালির ফিলার মেটাল।
ফ্লাক্সের আবরণ বিশিষ্ট ফিলার রড :
দাকৃতির ফিলার রডঃ
তারের কুণ্ডলী আকারের ফিলার রডঃ
রকমারি ফিলার মেটালের বর্ণনাঃ
দণ্ডাকৃতির ফিলার :
বিভিন্ন সাইজ এবং মাপের হয়ে থাকে। এটি সাধারণত গ্যাস ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। দণ্ডাকৃতি রডের মুখে রং এর কোড থাকে। রং এর কোড দ্বারা বুঝা যায় এটি কোন ধাতুর মূল ধাতু এবং ফিলার রড সমজাতীয় হতে হয়।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। গ্যাস ওয়েল্ডিং-এ ফিলার মেটাল ব্যবহারের গুরুত্ব উল্লেখ কর।
২। ফিলার মেটালের শ্রেণি বিন্যাস কর।
৩। রকমারি ফিলার মেটালের বর্ণনা দাও।
৪। রকমারি ফিলার মেটালের ব্যবহার বর্ণনা কর।
রচনামূলক প্রশ্নঃ
৫। দণ্ডাকৃতি ফিলার রড বলতে কী বোঝায়? এ ধরনের ফিলার রড ব্যবহারের সুবিধাসমূহ উল্লেখ কর।
৬। ফ্লাক্স ও আবরণ বিশিষ্ট ফিলার রড ও দণ্ডাকৃতি ফিলার রডের তুলনামূলক আলোচনা কর ।
৭। বাণিজ্যিক রডের বিপরীতে শিটের কালি ব্যবহারের গুরুত্ব উল্লেখ কর।
আরও দেখুন...