শির-উপাম্প মোট পাঁচ জোড়া। এগুলো চিংড়ির দেহের ২য় থেকে ৬ষ্ঠ দেহখন্ডাংশে অবস্থান করে।
চিত্র-১.৩: চিংড়ির শিরা-উপাম্প: অ্যান্টিনিউল (Antemule) এবং অ্যান্টেনা (Antenna)
এক. অ্যান্টিনিউল (Antennule)
দুই. অ্যান্টেনা (Antenna)
তিন. ম্যান্ডিবল (Mandible)
চিত্র-১,৪: চিংড়ির শির-উপাল: ম্যান্ডিবল (Mandible), ম্যাক্সিগুলা (Maxihala) এবং ম্যাক্সিলা (Maxilla)
চার. ম্যাক্সিগুনা (Maxilula)
পাঁচ. ম্যাক্সিমা (Maxilla)
বক্ষ-উপাঙ্গ মোট আট জোড়া। এগুলো চিংড়ির দেহের ৭তম থেকে ১৪তম দেহখন্ডাংশে অবস্থান করে।
এক. প্রথম ম্যাক্সিলিপেড (First Maxillipede )
চিত্র-১.৫: চিংড়ির বক্ষ-উপাম্প: প্রথম ম্যাক্সিলিপেড (First maxillipede), দ্বিতীয় ম্যাক্সিলিপেড (Second maxillipode) ও তৃতীয় ম্যাক্সিলেপেড (Third maxillipede)
দুই. দ্বিতীয় ম্যাক্সিলিপেড (Second Maxillipede)
তিন. তৃতীয় ম্যাক্সিলিপেড (Third Maxillipede)
চিংড়ির ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম এই পাঁচ জোড়া বক্ষ উপাঙ্গ হাঁটার উপাঙ্গ বা পেরিওপোড (Pereopod) নামে পরিচিত। এগুলো যথাক্রমে চিংড়ির ১০ম থেকে ১৪তম দেহখণ্ডাংশে অবস্থান করে। হাঁটার উপাঙ্গগুলো সাতটি ধারাবাহিক খণ্ডাংশ নিয়ে গঠিত। যার মধ্যে প্রোটোপোডাইটের অংশ দুইটি যথা- কক্সা ও বেসিস এবং এন্ডোপোডাইটের অংশ পাঁচটি যথা- ইন্ডিয়াম, মেরাস, কারপাস, প্রোপোডাস ও ডাকটাইলাস।
চিত্র-১.৬: চিংড়ির বক্ষ-উপাম্প ১ম ও ২য় হাঁটার উপাঙ্গ (Walking leg or Chelate leg.)
১ম হাঁটার উপাঙ্গ (First walking leg or Chelate leg)
২য় হাঁটার উপাঙ্গ (Second walking leg or chelate leg )
চিত্র-১.৭: চিংড়ির বক্ষ-টেপাম্প: তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হাঁটার উপাঙ্গ (Third, Fourth and Fifth walking leg or Non-chelate leg)
চিংড়ির ছয় জোড়া উদর-উপাঙ্গকে প্লিওপোড (Pleopod) বা সন্তরণী উপাঙ্গ বলে। এদের প্রত্যেকের প্রোটোপোডাইট কক্সা ও বেসিস নিয়ে গঠিত। বেসিস দুইটি পাওনা শাখা বহন করে যারা এন্ডোপোডাইট ও এক্সোপোডাইট নামে পরিচিত। উদর-উপাদগুলো চিংড়ির ১৫তম থেকে ২০ তম দেহখণ্ডে অবস্থান করে।
এক. প্রথম উদরীয় উপাঙ্গ (First abdominal appendage)
চিত্র-১.৮: চিংড়ির প্রথম ও দ্বিতীয় উদরীয়-উপাঙ্গ
দুই. দ্বিতীয় উদরীয় উপা (Second abdominal appendage)
তিন-পাঁচ. তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উদরীয় উপাঙ্গ (Third, fourth and fifth abdominal appendage)
চিত্র-১,৯: চিংড়ির উদরীয় উপাঙ্গ- ৩য়, ৪র্থ ও ৫ম (Abdomeinal Appendage)
৬ষ্ঠ উদরীয় উপাঙ্গ: পুচ্ছপদ (Uropod)
চিত্র-১.১০: চিংড়ির ৬ষ্ঠ উদরীয় উপাঙ্গ পুচ্ছপদ (Uropod)
চিংড়ির বিভিন্ন উপাঙ্গের কাজঃ
অঙ্গ | উপাঙ্গ | উপাঙ্গের কাজ |
মাথা | অ্যান্টিনিউন অ্যান্টেনা পুঞ্জাক্ষি রোট্রাম ম্যাজিবল ম্যাক্সিনুলা ম্যাক্সিলা | শ্বাস ও স্পর্শ দেহের ভারসাম্যতা, স্বাদ ও স্পর্শ তীব্র ও খ্রিমিত বা অস্পষ্ট আলোতে দেখতে সহায়তা করে। আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। খাদ্য গ্রহণ, খাদ্য চিবানো ও খাদ্য নড়াচড়ার কাজে সাহায্য করে। |
বুক | প্রথম ম্যাক্সিলিপেড
প্রথম চলন পদ | স্পর্শ, স্বাদ, খাদ্য গ্রহণ, খাদ্য টুকরা করা, মুখ থেকে ৰঞ্জিত খাদ্যাংশ দূরীকরণ ও শ্বাসকার্যে সহায়তা করা।
খাদ্য শুঁকড়িয়ে ধরা এবং জন্মরক্ষা ও ইটার কাজ করে। ফুলকাতে পানি সরবরাহ ও বসন কাজে সহায়তা করে । |
উদর | প্রথম প দ্বিতীয় সন্তরণ পর
তৃতীয় সন্তরণ পদ চতুর্থ সন্তরণ পদ পঞ্চম সন্তরণ পদ | শুক্রানু স্থানান্তরের কাজ করে। সন্তরণ কাজে সহায়তা করে।
পানি সংবহনে সহায়তা করে সন্তরণে কাজ করে ডিম রক্ষার কাজ করে |
পুচ্ছ পদ | সন্তরণ কাজে সহায়তা করে। প্রয়োজনে পিছনের দিকে চলে যেতে সহায়তা করে। |
আরও দেখুন...