জনসংখ্যা

পঞ্চম শ্রেণি (ইবতেদায়ী) - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - | NCTB BOOK
Please, contribute by adding content to জনসংখ্যা.
Content

পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব

আমরা চতুর্থ শ্রেণিতে অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পুরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয়।

খাদ্য

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে।

বস্ত্র

মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিবারের লোকসংখ্যা বেশি হলে বাবা-মা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না ।

বাসস্থান

জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন। প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই সব গৃহহীন মানুষ শহরে চলে আসছে। 

গৃহহীন মানুষ

উপরের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।

 

ক. এসো বলি

শিক্ষকের সহায়তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা কর।

 

খ. এসো লিখি

চতুর্থ অধ্যায়টি দেখ। সেখান থেকে আমরা আমদানি করি এমন তিনটি খাদ্যের নাম নিচের ছকে দেখ। আমরা সেই খাদ্যগুলো কী পরিমাণে আমদানি করি তাও উল্লেখ কর।

আমদানি করা খাদ্যআমদানির পরিমাণ
  
  
  

 

গ. আরও কিছু করি

শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা কর। তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা কর।

 

ঘ. যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও।

বাংলাদেশে প্রতিবছর কতজন শিশু জন্মগ্রহণ করে?

ক) ১০ লক্ষ          খ) ১২ লক্ষ          গ) ২৫ লক্ষ          ঘ) ৩০ লক্ষ

Content added By

সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব

সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে।

শিক্ষা

সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার ২৭.৭০ শতাংশ এখনও অক্ষরজ্ঞানহীন। দরিদ্রতার কারণে অনেক পিতা-মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও, অনেক শিশু পরিবারকে কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে।

স্বাস্থ্য

আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এজন্য চাহিদামতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। সাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না।

পরিবেশ

অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূ-গর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

 

ক. এসো বলি

ছোট দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা কর :

• সমাজে কীভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়?

• কীভাবে আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনা যায়? 

এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা কর ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণিতে সবার সামনে উপস্থাপন কর।

 

খ. এসো লিখি

ষাস্থ্য সেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কী?

 

গ. আরও কিছু করি

অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তা ঘাটে অনেক সমস্যার সৃষ্টি হয় । একজন পরিকল্পনাকারী হিসেবে নিজের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কী হবে?

• রেলপথ

• বাসযাত্রী

• গাড়ি চালক 

• পথচারী

 

ঘ. যাচাই করি

পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার ৩টি প্রভাব লেখ।

১…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

২…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

৩…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

 

Content added || updated By

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে (এখানে মূলধন মানে অর্থ )। আমাদের কিছু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমরা কীভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি?

প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ। তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

দ্বিতীয়ত, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায় ।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী

তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প।

 

ক. এসো বলি

একটি চলমান শিল্পে পাশের পৃষ্ঠার ডায়াগ্রামটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা কর। উদাহরণ হিসেবে কাপলকলের নাম উল্লেখ করা যেতে পারে। কাগজকলের জন্য কী ধরনের মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা কর। কাজটি ছোট দলে কর।

 

খ. এসো লিখি

ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও। কাজটি জোড়ায় কর।

মানব সম্পদ উন্নয়নউদাহরণ
শ্রমশক্তি রপ্তানি 
মৌলিক শিক্ষার উন্নয়ন 
বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি 

 

গ. আরও কিছু করি

মনে কর, তোমার এলাকার একটি নতুন শিল্প স্থাপন করা হবে। সেক্ষেত্রে নিচের তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে। কাজটি ছোট দলে কর।

মূলধন 
প্রাকৃতিক সম্পদ 
মানব সম্পদ 

 

ঘ. যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও।

অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন?

ক. যন্ত্রপাতি শিল্প            খ. অবকাঠামোগত উন্নয়ন             গ. পোশাক            ঘ. মূলধন

Content added || updated By

জনসংখ্যা সমস্যার সমাধান

এই অধ্যায়ে উল্লিখিত সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো :

খাদ্যখাদ্যের উৎপাদন বাড়াতে হবে।
বাসস্থানগৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে।
পরিবেশপরিবেশ দূষণ রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায় ।
স্বাস্থ্যরোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং সাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।
শিক্ষাশতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দক্ষতার উন্নয়নদক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে।
বাণিজ্যিক ভারসাম্যআমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

 

ক. এসো বলি

পাশের পৃষ্ঠায় উল্লিখিত বিষয়গুলোর উপর প্রেপিতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন কর। বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সবার মুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণিতে সবাই ভোট দিবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে।

 

খ. এসো লিখি

পালের পৃষ্ঠার উল্লিখিত সমাধানের একটি উপার নির্ধারণ করা কেন এটিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখ।

 

গ. আরও কিছু করি

তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কী করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের কর। তাদের মধ্যে কতজন-

১. কৃষিকাজ করছে.......…….. 

২. চাকরি করছে...………

৩. ব্যবসা করছে ……………..

৪. উচ্চ শিক্ষা গ্রহণ করেছে.........

 

ঘ. যাচাই করি

অল্প কথায় উত্তর দাও :

আমরা কীভাবে আমাদের রন্তানি বৃদ্ধিতে মানবসম্পদকে ব্যবহার করতে পারি?

Content added By
Promotion