জবের নামঃ কবুতরের সুষম খাদ্য তৈরী
কবুতর সাধারনত শস্য দানা খেয়ে থাকে। কবুতরের খাদ্য না ভেঙ্গে এ জন্য দানা আকারেই সরবরাহ করা হয়। তবে কবুতরের বাচ্চার দ্রুত বেড়ে উঠা, হাড় শক্ত ও পুরু হওয়া এবং ডিমের খোসা তৈরীর জন্য শস্য দানার পাশাপাশি গ্রিট বা কাঠ কয়লার চূর্ণ ব্যবহার করা হয়।
পারদর্শিতা নির্ণায়ক / মানদণ্ড
১) কবুতরের রেশনে ব্যবহৃত খাদ্য উপকরণ নির্বাচন করা
২) কবুতরের সুষম খাদ্য তৈরী করা
৩) খাদ্য তৈরির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)
খ) প্রয়োজনীয় কাঁচামালঃ
প্রয়োজনীয় যন্ত্রপাতি
কাজের ধারা:
১) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ সংগ্রহ করো ।
২) কবুতরের প্রয়োজনীয় খাদ্য তালিকা সংগ্রহ করো ।
৩) তালিকা মোতাবেক খাদ্য উপকরণগুলো মেপে পৃথক করো।
৪) পর্যায়ক্রমে কম পরিমান ব্যবহৃত খাদ্য উপাদান ও পরবর্তীতে বেশি পরিমানে ব্যবহৃত উপকরণ গুলো মেশাও।
৫) মিশ্রিত খাদ্য বস্তায় বা পাত্রে রেখে পরবর্তীতে খাওয়ানোর জন্য সংরক্ষণ করো।
কবুতরকে খাদ্য সরবরাহের ২-৩ ঘন্টা আগে ভিজিয়ে রেখে খেতে দাও ।
নিম্নে কবুতরের খাদ্য তালিকা প্রদান করা হল
সতর্কতাঃ
১) কবুতরের খাদ্যে কোন মাংস বা ভাঙ্গা উপাদান যোগ না করা ভাল ৷ ২) খাদ্য উপকরণগুলো ভালভাবে মিশ্রিত করতে হবে যেন সর্বত্র মিশ্রিত হয় ।
আরও দেখুন...