ড্রয়িং-এ ব্যবহৃত অক্ষর (তৃতীয় অধ্যায়)

এসএসসি(ভোকেশনাল) - আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
272
272
Please, contribute by adding content to ড্রয়িং-এ ব্যবহৃত অক্ষর.
Content

বিভিন্ন কোনে রেখা অঙ্কন (৩.১)

180
180

যে কোনো কিছু অঙ্কন করতে বা লিখতে রেখা প্ররোজন। রেখা অঙ্কনের জন্য মূলত টি-ফরার বা প্যারালাল বার ও সেট স্কয়ার ব্যবহার করা হয়। টি-স্কয়ার বা প্যারালাল বারের সাহায্যে অনুভূমিক রেখা এবং সেট স্কয়ার এর সাহায্যে উলম্ব রেখা ও হেলানো বা নভ রেখা অঙ্কন করা হয়। সেট স্কয়ার-এর সাহায্যে উলম্ব রেখা ও হেলানো বা নত রেখা অঙ্কনের জন্য সেট ক্ষমারকে টি-ক্ষরার বা প্যারালাল বারের সাথে ধরে সেট স্কয়ারের খাড়া বা নত পার্শ্ব ঘেঁষে রেখা অঙ্কন করা হয়।

সাধারণ সেট ক্ষরারের দুটি অংশ থাকে একটি 45°-45°-90° ও অন্যটি 30° 60°-90° যার মাধ্যমে সর্বনিম্ন 15° কোণ পর্যন্ত কৌণিক রেখা টানা যায়। অ্যাডজাস্টেবল সেট করার-এর সাহায্যে খাড়া বা যে কোনো কোণে অ্যাডজাস্ট করে হেলানো রেখাসমূহ টানা যায়।

চিত্রঃ সেট স্কয়ারের সাহায্যে 360° কোণকে 15° কোণে বিভক্ত করা

Content added By

গ্রাফ অক্ষন করার প্রয়াজনীয়তা (৩.২)

157
157

আনুভূমিক রেখা ও উলম্ব রেখার সমন্বরে ছোট ছোট বর্গ এঁকে গ্রাফ অঙ্কন করা হয়। ড্রাফটিং-এর বিভিন্ন কাজে গ্রাফ ব্যবহার করা হয় যেমন-

  • প্রাথমিক স্কেচ তৈরিতে গাইড হিসাবে,
  • অক্ষর লিখনে গাইড হিসাবে,
  • ডিজাইন ক্ষেত্রে,
  • ড্রয়িং-এর স্কেল সম্পর্কে ধারণা নিতে,
  • যে কোনো কম্পোজিশনে বেইজ হিসাবে,

চিত্র: গ্রাফ অঙ্কন

ড্রাফটিং-এর অঙ্কিত অংশকে বর্ণনা করার জন্য অক্ষর লেখার প্রয়োজন হয়। চিত্রাঙ্কনের জন্য প্রয়োজন রেখা, বৃত্ত, তল ইত্যাদি তেমনি চিত্রের বিবরণ ও মাপাঙ্ক লিখনের জন্য প্রয়োজন অক্ষর ও সংখ্যা লিখা। অক্ষর ও সংখ্যা লিখনের সৌন্দর্যের উপর ড্রাফটিং-এর সৌন্দর্য বহুলাংশে নির্ভর করে। আর অক্ষর ও সংখ্যা লিখনের নির্ভুলতা ও সুস্পষ্টতার উপর ড্রয়িং-এর কার্যকারিতা নির্ভর করে । কাজেই অক্ষর ও সংখ্যা লিখন নির্ভুল, সুন্দর ও সুস্পষ্ট হওয়া উচিত।

  • অক্ষর ও সংখ্যা লিখনের জন্য লক্ষণীয় বিষয়সমূহ -
  • অক্ষর ও সংখ্যার আকার আকৃতি একই হওয়া উচিত।
  • অক্ষর ও সংখ্যা লিখন নির্ভুল ও সুস্পষ্ট হতে হবে।
  • ড্রয়িং-এর আকার আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  • ড্রয়িং-এর প্রয়োজন অনুযায়ী অক্ষর ও সংখ্যা ছোট-বড় করে লিখতে হবে।
Content added By

অক্ষরের প্রকারভেদ (৩.৩)

159
159

প্রচলিত ইংরেজি অক্ষর চার প্রকারের হয়ে থাকে। এর মধ্যে ড্রয়িং-এ গোথিক স্টাইল সর্বাধিক প্রচলিত । গোথিক স্টাইল আবার সিঙ্গেল বা ডাবল স্ট্রোক হতে পারে। বিভিন্ন প্রকারের অক্ষরসমূহ নিম্নরূপ —

অক্ষরের নামঅক্ষরসমূহসংজ্ঞা
গোথিকABCDEFGHসর্বত্র সমান পুরু এবং এক টানে লিখা যায় এরূপ অক্ষরসমূহকে গোথিক অক্ষর বলে ।
রোমানABCDEFGHঅক্ষর সর্বত্র সমান পুরু হয় না। সরু ও পুরু রেখার সমন্বয়ে লিখতে হয় এরূপ অক্ষরসমূহকে রোমান অক্ষর বলে ।
ইতালিকABCDEFGHযে কোনো কোণে হেলানো বা নত করে লিখিত অক্ষরকে ইতালিক অক্ষর বলে। এটি রোমান ইতালিক, গোথিক ইতালি, টেক্সট ইতালিক যে কোনো অক্ষর হতে পারে ।
টেক্সটABCDEFGHপুরাতন ইংরেজির সব স্টাইলসমূহ, কারুকার্যময় হয়ে থাকে। এরূপ অক্ষরসমূহকে টেক্সট বলে ।
Content added By

অক্ষরের অনুপাত (৩.৪)

155
155

ড্রয়িং-এ বেশির ভাগ ক্ষেত্রেই বড় হাতের অক্ষর লিখা হয়ে থাকে। এছাড়া শিরানোম লেখার ক্ষেত্রেও বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়। অন্যান্য নোট বা বিবরণীতে ছোটো হাতের অক্ষর লেখা হয়ে থাকে। অক্ষরসমূহ লেখার সুবিধার্থে প্রাথমিকভাবে গ্রাফ অঙ্কন করে নেয়া হয়। এতে উচ্চতা ও প্রস্থের অনুপাত ঠিক থাকে। সিঙ্গেল স্ট্রোক অক্ষরের ক্ষেত্রে সধারণত ৬:৫ অনুপাতে অক্ষর লেখা হয়ে থাকে। এক্ষেত্রে সকল অক্ষরের উচ্চতা ৬ ঘর হলেও কিছু কিছু অক্ষর লেখতে প্রস্থে ৫ ঘর এর অধিক প্রয়োজন হয়ে থাকে। ডাবল স্টোক-এর ক্ষেত্রে ৫ : ৪ এবং ৭ : ৪ এই দুটি অনুপাতে অক্ষর লেখা হয়ে থাকে। ৫ : ৪ এর ক্ষেত্রে উচ্চতা ৫ ঘর প্রস্থে ৪ ঘর আর ৭ : ৪ এর ক্ষেত্রে উচ্চতা ৭ ঘর প্রস্থে ৪ ঘর হলেও কিছু কিছু অক্ষর লিখতে প্রস্থে ৪ ঘর এর অধিক প্রয়োজন হয়ে থাকে ।

Content added By

প্রশ্নমালা

111
111

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. কোনো ধরনের রেখা অঙ্কনে প্যারালাল বার ব্যবহার করা হয়? 

২. কোনো ধরনের রেখা অঙ্কনে সেট করার ব্যবহার করা হয়? 

৩. গ্রাফ কী? 

৪. অক্ষর কত প্রকার ও কী কী? 

৫. সাধারণ অক্ষর লেখার অনুপাত কয়টি ও কী কী?

সংক্ষিত প্রশ্ন 

১. গ্রাফ-এর ব্যবহার বর্ণনা কর। 

২. অক্ষর ও সংখ্যা লেখনে বিবেচ্য বিষয় বর্ণনা কর। 

৩. গোথিক অক্ষর কাকে বলে? 

৪. রোমান অক্ষর কাকে বলে? 

৫. ইতালিক অক্ষর কাকে বলে?

রচনামূলক প্রশ্ন 

১. গ্রাফের অঙ্কনপ্রণালি বর্ণনা কর । 

২. বিভিন্ন প্রকার অক্ষরের বিস্তারিত বর্ণনা দাও । 

৩. অক্ষরের অনুপাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর ।

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion