এসএসসি(ভোকেশনাল) -
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ -
প্রথম পত্র (নবম শ্রেণি) |
| NCTB BOOK
ড্রিলিং-এর সময় সঠিকভাবে ড্রিলিং হচ্ছে কি না পরীক্ষা করা দরকার। ফ্রিকশনের করণে বিটের কাটিং এজ পুড়ে যায় । এতে ড্রিলের আকার পরিবর্তন হয়ে যায়। তাই ড্রিলিং করার এবং পরে ড্রিল বিটের কাটিং এজ এবং ড্রিলের সাইজ পরীক্ষা করে দেখতে হবে।