তল ও কোয়াড্রেন (Surface & Quardren)
তল: সাধারণ অর্থে তল হলো দৃশ্যমান বস্তুর সবচেয়ে উপরিস্তর বা বহিঃস্তর। এটি বস্তুর সেই স্তর বা এলাকা যা একজন পর্যবেক্ষক তার দৃষ্টিশক্তি এবং স্পর্শ অনুভূতি দ্বারা সর্বপ্রথম উপলব্ধি করতে পারে। অন্যভাবে বলা যায়, ফল হলো কোনো বস্তুর সেই অংশ বা স্তর যা অন্য কোনো বস্তুর সাথে প্রথম স্পর্শ হয়। যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিছু বেধ বা উচ্চতা নেই তাকে ভল বলে। সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে ভল বলা হয়। ঘনবস্তুর জল দ্বি-মাত্রিক হয়। যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর ভল বলে।
বক্রতল
যে তল কোথায়ও উঁচু আবার কোথায়ও নিচু তাকে বক্রতল বলে।
Read more