অটোক্যাডে বস্তুকে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এদের মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো থ্রিডি মডেলিং। থ্রিডি মডেলিং এর মাধ্যমে বস্তুকে বিভিন্ন দিক থেকে দেখা যায়। এতে ডিজাইনার যেমন নিজে বস্তুর আকৃতি ও গঠন ভালোভাবে দেখতে পায়, তেমনি অন্যকে তার ডিজাইন সম্বন্ধে সহজে ধারণা দিতে পারে। অটোক্যাডে থ্রিডি মডেলকে টু-ডিতে রূপান্তর করার ব্যবস্থাও আছে। এ অধ্যায়ে থ্রিডি সলিড মডেলিং এবং এর এডিটিং সম্বন্ধে আলোচনা করা হয়েছে।
সলিড মডেল দেখতে সারফেস মডেলের মতো হলেও দুইটির মধ্যে অনেক তফাৎ বিদ্যমান। সলিড মডেলে বস্তু সম্পর্কিত অনেক তথ্য থাকে। বস্তুর বৈশিষ্ট্য ও আচরণ নির্ণয়ে এ সকল তথ্য কাজে লাগে। সলিড মডেলে বস্তুর পূর্ণ বৃত্তান্ত পাওয়া যায় যা সারফেস মডেলে কোনো ক্রমেই সম্ভব নয় ।
সাধারণত একসট্রোড, রিভল্ব,লফট, সুইফট কমান্ড দ্বারা যন্ত্রাংশের সলিড মডেল করা হয়।
Read more