পরোক্ষ ও উপাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকলে এক কেন্দ্রীয় পানিতে উপবৃত্ত অঙ্কন প্রণালি
বৃত্ত দুটিকে 30° 60° সেট স্কয়ারের সাহায্যে 12 টি ভাগ করতে হবে, বিভাগ রেখাসমূহ 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 বিন্দুতে ছোটো কৃষ্ণকে এবং 1', 2', 3', 4', 5', 6', 7' 8' বিন্দুতে বড় বৃত্তকে ছেদ করে
1, 2, 3, 4, 5, 6, 7 B বিন্দু থেকে বড় বৃত্তের দিকে বা বৃত্তের বাইরের দিকে অনুভূমিক রেখা এবং1', 2', 3', 4', 5', 6', 7' 8' বিন্দু থেকে ছোটো বৃত্তের দিকে বা বৃষ্ণের ভিতর দিকে লম্ব রেখা অঙ্কন করতে হবে।
রেখাসমূহ পরস্পর 1'', 2'', 3'', 4'', 5'', 6'', 7'' ও 8'' বিন্দুতে ছেদ করবে।
এবার A-1", 1"-2", 2"-c, c-3", 3"-4", 4"-B, B-5", 5"-6", 6"-D, D-7", 7"-8", 8" A বাঁকা রেখা দিয়ে যোগ করলে উপবৃত্তটি অঙ্কিত হবে।
চিত্রঃ এক কেন্দ্রীয় প্রণালিতে উপবৃত্তটি অঙ্কন (চুড়ান্ত পর্যায়)