পূরক সেট(Complementary set)

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - উচ্চতর গণিত - সেট ও ফাংশন | | NCTB BOOK

সার্বিক সেট U এবংAU হলে A এর পূরক সেট হচ্ছে U \ A
অর্থাৎ U \ A = {x:xU এবং xA} ।
সার্বিক সেট থেকে A সেটের উপাদানগুলো বর্জন করলেই A এর পূরক সেট পাওয়া যায় এবং তাকে A' বা Ac লিখে প্রকাশ করা হয়।

উদাহরণ ৫. যদি সার্বিক সেট U সকল পূর্ণসংখ্যার সেট হয় এবং A সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট হয়, তবে (U সাপেক্ষে) A এর পূরক সেট A'বা Ac = {0, 1, 2, 3, ... }

Content added By
Promotion