প্রিয় শিক্ষার্থী,
তোমার শিক্ষক এবং সহপাঠীদের শুভেচ্ছা জানাও। এই সেশনটি 'অঞ্জলি ১' এর শেষ সেশন। গীতাবলী/ খ্রীষ্ট-সঙ্গীত/ধর্মগীত থেকে সমবেতভাবে নিম্নলিখিত গানটির অনুরূপ একটি গান দিয়ে শুরু করো।
এসো গান গাই
প্রেমী পিতা তুমি অন্তরযামী, তোমার সম্মুখে আসি আমি
তুমি প্রভু সবল, আমি দুর্বল, সবলে মোর হৃদে এস নামি।
পাপীর বন্ধু, কৃপা সিন্ধু, দাও মোরে শান্তি পাপ ক্ষমি,
কর তব আত্মায়, পূর্ণ আমায়, তব গুণ গাব দিনযামী।
খ্রীষ্ট সংগীত- বাংলা কোরাস ৬১ সংখ্যা
এরপর তোমার প্রিয় শিক্ষক সকলকে এক এক করে সামনে ডেকে প্রতিবেদন উপস্থাপন করতে বলবেন। তোমার উপস্থাপনের পর শিক্ষক তোমাকে দু'একটি কথা বলতে পারেন। প্রতিবেদন উপস্থাপনের পর শিক্ষকের হাতে প্রতিবেদনের কাগজটি দেবে।
তোমার শিক্ষককে ধন্যবাদ জানাও। কারণ এই অঞ্জলিতে তুমি অনেক কিছু জানতে ও উপলব্ধি করতে পেরেছ। এবার বিদায় সম্ভাষণ জানাও।
আরও দেখুন...