অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১ । ফল গাছের রোগ ব্যধিসমূহকে কত ভাগে ভাগ করা যায় ?
২। রোগ দমন কর্মসূচির মূলনীতি কয়টি ?
৩। কৃষি ক্ষেত্রে শক্তিশালী রোগজীবাণুর আবির্ভাব কিভাবে ঘটে ?
৪ । কীভাবে রোগজীবাণু অধিকতর শক্তি সঞ্চয় করে থাকে ।
সংক্ষিপ্ত প্রশ্ন
১। কলার প্রধান প্রধান রোগগুলোর নাম লেখ ।
২। আমের বৃত্ত পচা রোগ কোথায় দেখা যায় এবং কিভাবে আক্রমণ করে লেখ ।
৩ । বোর্দো পেষ্ট তৈরির উপাদানের নাম ও অনুপাত লেখ ।
৪ । বোর্দো মিকচার কোন কোন রোগে ব্যবহৃত হয় ব্যাখ্যা কর ।
৫ । কুলের পাউডারী মিলডিউ রোগের লক্ষণসমূহ ব্যাখ্যা কর ।
৬। ফল ও ফল গাছে রোগ সৃষ্টির কারণগুলো কি কি ।
৭ । আই পি এম বলতে কী বোঝায় লেখ ।
৮। এন্টাগনিস্ট বলতে কী বোঝায় লিখ ।
রচনামূলক প্রশ্ন
১ । ফলের প্রধান প্রধান ১০টি রোগের নাম, ফসলের নাম ও রোগের কারন লিপিবদ্ধ কর ।
২। পেয়ারার ফোসকা ও উইলট রোগ দমনের উপায় লেখ ।
৩ । সমন্বিত রোগ দমন বলতে কী বাঝায় আলোচনা কর ।
৪ । কলার পানামা রোগ, পেয়ারার ক্যাংকার ও কুলের পাউডারি মিলডিউ রোগ দমন সম্পর্কে লেখ ।
৫ । বোর্দো মিকচারের প্রস্তুত প্রণালি বর্ণনা কর ।
Read more