প্রেসার কাটআউটের প্রধান কাজগুলো হল-
১। সাকশন বা লো-প্রেসার সাইডে নির্দিষ্ট নিম্নচাপ সৃষ্টি হলে এ কম্প্রেসর মোটরকে বন্ধ করে এবং চাপ বাড়লে কম্প্রেসর মোটরকে চালু করে দেয়।
২। ডিসচার্জ যা হাই প্রেসার সাইডে অতিরিক্ত উচ্চচাপ সৃষ্টিজনিত দূর্ঘটনা থেকে হিমায়ন পদ্ধতিকে রক্ষা করে।
৩। কম্প্রেসরের চলমান অংশে ভেলের (Oil) চাপে পর্যাপ্ত না হলে কম্প্রেসর মোটরকে বন্ধ রাখে।
Read more