ফেব্রিকেশন মেশিনসমূহের নাম (Name of Fabrication Machines ) (৩.১)

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK
497

ফেব্রিকেশন কর্মক্ষেত্রে নানাবিধ ধাতব কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের মেশিনপত্র ব্যবহৃত হয়ে থাকে। নিম্নে ফেব্রিকেশন
কর্মক্ষেত্রে ব্যবহৃত প্রধান প্রধান মেশিনসমূহের নাম উল্লেখ করা হলো : 

১. স্লিপ রোল ফরমিং মেশিন (Slip Roll Forming Machine )

২. রোটারি মেশিন (Rotary Machine)

৩. কর্নিক ব্রেক মেশিন (Cornic Brake Machine) 

৪. হ্যান্ড লিভার শিয়ার (Hand Lever Shear )

৫. স্কয়ার শিয়ার মেশিন (Square Shear Machine) 

৬. বক্স অ্যান্ড প্যান ব্রেক মেশিন (Box and Pan Brake Machine)

৭. সার্কেল শিয়ার্স (Circle Shears )

৮. বার ফোল্ডিং মেশিন (Bar Folding Machine)

৯. সেটিং ডাউন মেশিন (Setting Down Machine) 

১০. ডবল সিমিং মেশিন (Double Seaming Machine)

১১. গ্রুভিং মেশিন (Grooving Machine)

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...